১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ‘সাম্যের অগ্নিশিখা

  • প্রকাশিত ১১:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি, গল্পকার, সাংবাদিক, গীতিকার-সুরকার এবং সঙ্গীতজ্ঞ। তাঁর কবিতা ও গান শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করেছে। মহান মুক্তিযুদ্ধেও তাঁর কবিতা ও গান আমাদের প্রেরণা যুগিয়েছিল। তাঁকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়। কাজী নজরুল ইসলামের লেখায় যেমন ছিল সমতা, ন্যায়বিচার, মানবতা তেমনি ছিল সাম্রাজ্যবাদি বিরোধীতা এবং নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ। যার জন্য তিনি ‘বিদ্রোহী’ কবি হিসেবেও পরিচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আয়োজন করবে ‘সাম্যের অগ্নিশিখা’ শীর্ষক অনুষ্ঠান। আগামীকাল ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

সাংস্কৃতিক পর্বের শুরুতে সমবেত সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য্য’ ও ‘এসো শারদ প্রাতের পথিক’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য ‘বিদ্রোহী’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। শিল্পী খাজা জামাল ও আজগর আলীম পরপর দুটি নজরুলসংগীত পরিবেশন করবেন। ‘জাগো নারী, সাম্যের গান’-এর সাথে সমবেত নৃত্য পরিবেশন করবে ‘নৃত্যাল্পনা,নৃত্যটি পরিচালনা করেছেন জুয়েইরিয়াহ মৌলি এবং সমবেত নৃত্য ‘পরদেশী মেঘ’ পরিবেশন করবে ‘আর্টিষ্ট্রী’ এর শিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনায় থাকবেন আরোহী ইসলাম।

বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা পরিবেশন করবেন ‘আমায় নহে গো’, ‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘ভুলি কেমনে আজো যেমন’ গানসমূহ এবং বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ইয়াকুব আলী খান পরিবেশন করবেন ‘আমি যেদিন রাইবো না গো লইবে’ ও ‘দাঁড়ালে দুয়ারে মোর’ গান দুটি। এম আর ওয়াসেক এর পরিচালনায় সমবেত নৃত্য ‘সৃষ্টি সুখের উল্লাসে’ পরিবেশন করবে ‘নন্দন কলা কেন্দ্র’ এর শিল্পীবৃন্দ। নজরুলসংগীত ‘আপনার চেয়ে আপন যেজন’ ও ‘আমার কোন কূলে আজ’ পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ছন্দা চক্রবর্তী। সবশেষে পরিবেশিত হবে সমবেত নৃত্য ‘মাদল বাজে’, ‘মোর প্রিয়া হবে’, ‘ফুলের জলসায়’ ও ‘আমি চিরতরে দূরে সরে যাবো। নৃত্য পরিবেশনা করবেন ‘বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস’ এর নৃত্যশিল্পীবৃন্দ এবং নৃত্য পরিচালনায় থাকবেন ফারহানা চৌধুরী।

Tag :
জনপ্রিয়

বাহারছড়ায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ‘সাম্যের অগ্নিশিখা

প্রকাশিত ১১:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি, গল্পকার, সাংবাদিক, গীতিকার-সুরকার এবং সঙ্গীতজ্ঞ। তাঁর কবিতা ও গান শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করেছে। মহান মুক্তিযুদ্ধেও তাঁর কবিতা ও গান আমাদের প্রেরণা যুগিয়েছিল। তাঁকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়। কাজী নজরুল ইসলামের লেখায় যেমন ছিল সমতা, ন্যায়বিচার, মানবতা তেমনি ছিল সাম্রাজ্যবাদি বিরোধীতা এবং নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ। যার জন্য তিনি ‘বিদ্রোহী’ কবি হিসেবেও পরিচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আয়োজন করবে ‘সাম্যের অগ্নিশিখা’ শীর্ষক অনুষ্ঠান। আগামীকাল ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

সাংস্কৃতিক পর্বের শুরুতে সমবেত সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য্য’ ও ‘এসো শারদ প্রাতের পথিক’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য ‘বিদ্রোহী’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। শিল্পী খাজা জামাল ও আজগর আলীম পরপর দুটি নজরুলসংগীত পরিবেশন করবেন। ‘জাগো নারী, সাম্যের গান’-এর সাথে সমবেত নৃত্য পরিবেশন করবে ‘নৃত্যাল্পনা,নৃত্যটি পরিচালনা করেছেন জুয়েইরিয়াহ মৌলি এবং সমবেত নৃত্য ‘পরদেশী মেঘ’ পরিবেশন করবে ‘আর্টিষ্ট্রী’ এর শিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনায় থাকবেন আরোহী ইসলাম।

বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা পরিবেশন করবেন ‘আমায় নহে গো’, ‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘ভুলি কেমনে আজো যেমন’ গানসমূহ এবং বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ইয়াকুব আলী খান পরিবেশন করবেন ‘আমি যেদিন রাইবো না গো লইবে’ ও ‘দাঁড়ালে দুয়ারে মোর’ গান দুটি। এম আর ওয়াসেক এর পরিচালনায় সমবেত নৃত্য ‘সৃষ্টি সুখের উল্লাসে’ পরিবেশন করবে ‘নন্দন কলা কেন্দ্র’ এর শিল্পীবৃন্দ। নজরুলসংগীত ‘আপনার চেয়ে আপন যেজন’ ও ‘আমার কোন কূলে আজ’ পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ছন্দা চক্রবর্তী। সবশেষে পরিবেশিত হবে সমবেত নৃত্য ‘মাদল বাজে’, ‘মোর প্রিয়া হবে’, ‘ফুলের জলসায়’ ও ‘আমি চিরতরে দূরে সরে যাবো। নৃত্য পরিবেশনা করবেন ‘বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস’ এর নৃত্যশিল্পীবৃন্দ এবং নৃত্য পরিচালনায় থাকবেন ফারহানা চৌধুরী।