জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর দের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
গত তিনদিন যাবৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ফেসবুক গ্রুপে পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা৷
আজকে ১১ আগষ্ট ২০২৪ ইং রোজ রবিবার ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা সকাল ১১ ঘটিকায় বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে গিয়ে তালা দেন।
শিক্ষার্থীরা বলেন দূর্নীতিবাজ,সাম্প্রদায়িক ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন,অতিসত্বর এই ভিসির পদত্যাগ করতে হবে।