জয়পুরহাট পৌরসভার আওতায় মার্কেট ও দোকান সমূহের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ২ ঘন্টাব্যাপী কমপ্লিট সার্টডাউন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা।
জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় পৌরসভা নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ও দোকান বন্ধ রাখা হয়।
অবস্থান র্কসূচীতে মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায় এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান টিসু, উপদেষ্টা শাহজাহান আলী সহ অন্যন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অবস্থান র্কসূচী শেষে পৌর মার্কেটের ভাড়া প্রতিবর্গফুট ৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়ে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।