০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার, মোঃ আমির হোসেন :

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থানায় অভিযোগ

  • প্রকাশিত ১০:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার, মোঃ আমির হোসেন :

গাজীপুরের কালিয়াকৈর জানেরচালা এলাকায় ২৫/১২/২৪ইং মৃত – আব্দুল সবুর মিয়ার ছেলে, ছানোয়ার হোসেন, গ্রাম : গাবতলী, ডাকঘর : বাঁশতলী, উপজেলা : কালিয়াকৈর জেলা : গাজীপুর, এবং, মৃত শেখ গোলাম রহমানের ছেলে,শায়েখ মোহাম্মদ ইলিয়াস, গ্রাম : পুরাতন সাতক্ষীরা, থানা ও জেলা : সাতক্ষীরা, তারা ২ নং ওয়ার্ডের জানের চালায়,কারুম খান পন্নি ও মেহদি আলী খান এর ওয়ারিশ, গনের নিকট হতে ভিন্ন ভিন্ন দলিলে মালিক হয়ে। মৌজা – জানুরচালা, এস এ খতিয়ান-০৪, আর এস খতিয়ান – ৫৬, এস এ দাগ নং- ৮২, আর এস দাগ – ৯০ জমির পরিমাণ ২৪০ শতাংশ যেটা তারা ক্রয় করে। তাদের নিজ নিজ নামে ক্রয় সূত্রে নামজারি ও খাজনা পরিশোধ পূর্ব শান্তিপূর্ণ ভাবে আর সি সি কলাম দ্বারা জমির বাউন্ডারি করে ভোগ দখলে আছে। আজ সকাল আনুমানিক ১০ ঘটিকায় তাদের নিজ জমিতে কাজ করার সময়। ১/মোঃ জলিল উদ্দিন (৫৫), পিতাঃ মৃত – আফাজ উদ্দিন সাং- পিরেরটেকি ২/মোঃ ইয়ার উদ্দিন খান (৫২), পিতাঃ তালোন খাঁ ৩/মোঃ জসীম উদ্দীন (৫৭), পিতাঃ মৃত – শফি উদ্দিন উভয়ের সাং- জানেরচালা। তারা জমিতে লেবার দিয়ে জমি পরিষ্কার করার সময় ১,২ ও ৩ নং বিবাদীর নির্দেশে দেশীও বিভিন্ন অস্ত্র নিয়ে ও অনেক সন্ত্রাসী বাহিনী দ্বারা সে ও তার উপস্থিত লেবারগনের ওপর হামলা করে। জমির মালিকদের মারার জন্য হামলা করে। জমির মালিক কোন মতে জীবন রক্ষা পেলেও তার সঙ্গে থাকা মোঃ মোস্তফা, পিতাঃ কুজরত আলী, সাং- চাপাইর। তার গলায় ধারালো অস্ত্র দ্বারা ৩নং বিবাদী জিম্মি করে। তার জমির বাউন্ডারি ভেকু মেশিন দ্বারা ভেঙ্গে ফেলে ও জমির জবর দখল করার চেষ্টা করে। তখন জমির মালিকের ডাক চিৎকার শুনে এলাকার জনগণ জমির মালিককে উদ্ধার করে। তখন সাংবাদিক মোঃ আমির হোসেন এবং মোঃ মাসুদ রানা থানার অফিসার ইনচার্জকে অবগত করলে। দ্রুত ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয় ও ভাঙচুর বন্ধ করে।
এ ঘটনায় এলাকাবাসী উভয়পক্ষকে তীব্র নিন্দা জানাই।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

স্টাফ রিপোর্টার, মোঃ আমির হোসেন :

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থানায় অভিযোগ

প্রকাশিত ১০:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

স্টাফ রিপোর্টার, মোঃ আমির হোসেন :

গাজীপুরের কালিয়াকৈর জানেরচালা এলাকায় ২৫/১২/২৪ইং মৃত – আব্দুল সবুর মিয়ার ছেলে, ছানোয়ার হোসেন, গ্রাম : গাবতলী, ডাকঘর : বাঁশতলী, উপজেলা : কালিয়াকৈর জেলা : গাজীপুর, এবং, মৃত শেখ গোলাম রহমানের ছেলে,শায়েখ মোহাম্মদ ইলিয়াস, গ্রাম : পুরাতন সাতক্ষীরা, থানা ও জেলা : সাতক্ষীরা, তারা ২ নং ওয়ার্ডের জানের চালায়,কারুম খান পন্নি ও মেহদি আলী খান এর ওয়ারিশ, গনের নিকট হতে ভিন্ন ভিন্ন দলিলে মালিক হয়ে। মৌজা – জানুরচালা, এস এ খতিয়ান-০৪, আর এস খতিয়ান – ৫৬, এস এ দাগ নং- ৮২, আর এস দাগ – ৯০ জমির পরিমাণ ২৪০ শতাংশ যেটা তারা ক্রয় করে। তাদের নিজ নিজ নামে ক্রয় সূত্রে নামজারি ও খাজনা পরিশোধ পূর্ব শান্তিপূর্ণ ভাবে আর সি সি কলাম দ্বারা জমির বাউন্ডারি করে ভোগ দখলে আছে। আজ সকাল আনুমানিক ১০ ঘটিকায় তাদের নিজ জমিতে কাজ করার সময়। ১/মোঃ জলিল উদ্দিন (৫৫), পিতাঃ মৃত – আফাজ উদ্দিন সাং- পিরেরটেকি ২/মোঃ ইয়ার উদ্দিন খান (৫২), পিতাঃ তালোন খাঁ ৩/মোঃ জসীম উদ্দীন (৫৭), পিতাঃ মৃত – শফি উদ্দিন উভয়ের সাং- জানেরচালা। তারা জমিতে লেবার দিয়ে জমি পরিষ্কার করার সময় ১,২ ও ৩ নং বিবাদীর নির্দেশে দেশীও বিভিন্ন অস্ত্র নিয়ে ও অনেক সন্ত্রাসী বাহিনী দ্বারা সে ও তার উপস্থিত লেবারগনের ওপর হামলা করে। জমির মালিকদের মারার জন্য হামলা করে। জমির মালিক কোন মতে জীবন রক্ষা পেলেও তার সঙ্গে থাকা মোঃ মোস্তফা, পিতাঃ কুজরত আলী, সাং- চাপাইর। তার গলায় ধারালো অস্ত্র দ্বারা ৩নং বিবাদী জিম্মি করে। তার জমির বাউন্ডারি ভেকু মেশিন দ্বারা ভেঙ্গে ফেলে ও জমির জবর দখল করার চেষ্টা করে। তখন জমির মালিকের ডাক চিৎকার শুনে এলাকার জনগণ জমির মালিককে উদ্ধার করে। তখন সাংবাদিক মোঃ আমির হোসেন এবং মোঃ মাসুদ রানা থানার অফিসার ইনচার্জকে অবগত করলে। দ্রুত ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয় ও ভাঙচুর বন্ধ করে।
এ ঘটনায় এলাকাবাসী উভয়পক্ষকে তীব্র নিন্দা জানাই।