১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয় সংগীত শিল্পী টি,ডব্লিউ সৈনিক ৩৪তম নতুনধরা গ্রুপ-ট্রাব অ্যাওয়ার্ডে ২০২৪ এ পুরস্কৃত হলেন

  • প্রকাশিত ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

সালাম মাহমুদ : গত ৩০ জানুয়ারী ২০২৫ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান,শওকত আজিজ রাসেলসহ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন বরেণ্য ব্যক্তি বর্গ এবং ট্রাব কর্তৃপক্ষ। তাকে তার সঙ্গীত জীবন এবং সঙ্গীতে ধারাবাহিকভাবে অবদান রাখবার জন্য এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। টি, ডব্লিউ সৈনিক এই নামের অর্থ জানতে চাইলে শিল্পী জানান পুরো নাম… তাইমুম ওয়াহাব সৈনিক।

“”তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা””- এই জনপ্রিয় গানের শিল্পী “টি,ডব্লিউ সৈনিক তার সংগীত জীবনে ৩৫ টির অধিক মৌলিক গান গেয়েছেন। একক অ্যালবাম রয়েছে দুটি এবং মিক্সড্ অ্যালবামের সংখ্যা রয়েছে পাঁচটি।
তার জনপ্রিয় গানগুলো মধ্যে অন্যতম হলো … তুমি আমার ঘুম, কেমন করে বৃষ্টি বানাও মেঘ, চলে গেলে, আম পাতা লম্বা লম্বা, নিতেও যে জানতে হয়, রাস্তা দেখে দেখে কেটেছে সময়, ভালোবাসায় হারাই,যৌবনেরই পানশি বেয়ে, পদ্মা আমার দুচোখ মেঘনা আমার হাসি.., গলির মাথায় শেষ বাড়িটায় ইত্যাদি।
পুরস্কার প্রাপ্তির পর তার অনুভূতি জানতে চাইলে শিল্পী বলেন…আমার গাওয়া তুমি আমার ঘুম গান এই গানটি ছাড়াও আরো বেশ কিছু গান রয়েছে যা শ্রোতারা বেশ পছন্দ করেছেন, চলমান শ্রোতা দর্শকের এই ভালোবাসা আমাকে আরো ভালো গান গাইবার উৎসাহ যোগায়। ভবিষ্যতে চেষ্টা করব দর্শক শ্রোতাদের আরো বেশ কিছু ভালো গান উপহার দেয়ার। ইচ্ছে আছে বেশ কিছু ফোক ফিউশন গান করবার। দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ ট্র্যাব কর্তৃপক্ষকে আমাকে এই সম্মাননা প্রদান করবার জন্য এবং আমার জন্য সকলে দোয়া করবেন।

Tag :
জনপ্রিয়

চট্টগ্রামের লোহাগাড়ায় বার বার সড়ক দুর্ঘটনার লোমহর্ষ রহস্য ও কারণ

জনপ্রিয় সংগীত শিল্পী টি,ডব্লিউ সৈনিক ৩৪তম নতুনধরা গ্রুপ-ট্রাব অ্যাওয়ার্ডে ২০২৪ এ পুরস্কৃত হলেন

প্রকাশিত ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সালাম মাহমুদ : গত ৩০ জানুয়ারী ২০২৫ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান,শওকত আজিজ রাসেলসহ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন বরেণ্য ব্যক্তি বর্গ এবং ট্রাব কর্তৃপক্ষ। তাকে তার সঙ্গীত জীবন এবং সঙ্গীতে ধারাবাহিকভাবে অবদান রাখবার জন্য এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। টি, ডব্লিউ সৈনিক এই নামের অর্থ জানতে চাইলে শিল্পী জানান পুরো নাম… তাইমুম ওয়াহাব সৈনিক।

“”তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা””- এই জনপ্রিয় গানের শিল্পী “টি,ডব্লিউ সৈনিক তার সংগীত জীবনে ৩৫ টির অধিক মৌলিক গান গেয়েছেন। একক অ্যালবাম রয়েছে দুটি এবং মিক্সড্ অ্যালবামের সংখ্যা রয়েছে পাঁচটি।
তার জনপ্রিয় গানগুলো মধ্যে অন্যতম হলো … তুমি আমার ঘুম, কেমন করে বৃষ্টি বানাও মেঘ, চলে গেলে, আম পাতা লম্বা লম্বা, নিতেও যে জানতে হয়, রাস্তা দেখে দেখে কেটেছে সময়, ভালোবাসায় হারাই,যৌবনেরই পানশি বেয়ে, পদ্মা আমার দুচোখ মেঘনা আমার হাসি.., গলির মাথায় শেষ বাড়িটায় ইত্যাদি।
পুরস্কার প্রাপ্তির পর তার অনুভূতি জানতে চাইলে শিল্পী বলেন…আমার গাওয়া তুমি আমার ঘুম গান এই গানটি ছাড়াও আরো বেশ কিছু গান রয়েছে যা শ্রোতারা বেশ পছন্দ করেছেন, চলমান শ্রোতা দর্শকের এই ভালোবাসা আমাকে আরো ভালো গান গাইবার উৎসাহ যোগায়। ভবিষ্যতে চেষ্টা করব দর্শক শ্রোতাদের আরো বেশ কিছু ভালো গান উপহার দেয়ার। ইচ্ছে আছে বেশ কিছু ফোক ফিউশন গান করবার। দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ ট্র্যাব কর্তৃপক্ষকে আমাকে এই সম্মাননা প্রদান করবার জন্য এবং আমার জন্য সকলে দোয়া করবেন।