দীর্ঘদিন অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী কানু লাল কর্মকার। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ছাগলনাইয়া উপজেলা রাধানগর ইউনিয়ন পশ্চিম মধুগ্রাম কর্মকার বাড়ির মৃত সারদা কুমার কর্মকারের ছেলে। কানু লাল কর্মকার মাটিরাঙ্গায় প্রায় ২৫ বছর ধরে সুনামের সহিত হার্ডওয়্যার ব্যবসার সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিছুদিন আগে তাঁর স্ত্রী মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন মাটিরাঙ্গার ব্যবসায়ী সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম