ফেনীর ছাগলনাইয়া কুয়েত পল্লী এলাকা বিএনপি নেতা মো. কামাল উদ্দিন এর বিরুদ্ধে সরকারি লেক, পুকুর, সরকারি ভাবে চাষাবাদের স্কীমে বাঁধা, দখলমুক্ত ও ইট ভাটা বন্ধের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। সোমবার সকালে উপজেলা শুভপুর ইউনিয়ন জয়চাঁদপুর গ্রামে কুয়েত পল্লী এলাকা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শত শত স্থানীয়রা ব্যানার ফেস্টুন নিয়ে বিএনপি নেতা কামাল উদ্দিনকে অবৈধ দখলদার ও তাঁর বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
মানববন্ধনে আবুল কাশেম মিন্টু জানান, দুইটি পুকুর দেখাশুনা করে মসজিদ পরিচালনা করতে হয়, সেখান থেকেও একটি পুকুর জবর দখল করে নিয়ে গেছে। স্কীম ম্যানেজার মোস্তফা বলেন, বিগত বছর থেকে স্কীম তার নামে লিখে দিতে চাপ প্রয়োগ করে আসছে কামাল উদ্দিন। না লিখে দেওয়ায় প্রতিদিন চুরি হচ্ছে স্কীমের সরঞ্জামগুলো।
স্থানীয় বাসিন্দা মায়া, রোকেয়া বেগম, ফুলবানু, মাবিয়া খাতুন, আনোয়ারা বেগম, ছকিনা বেগম, নুর আলম জানান, অসহায়, গরীব, দুখীরা বসবাস করার জন্য সরকারি ভাবে বরাদ্দ করা হয়। কিন্তু এ গ্রামে বসবাসরত স্থানীয়দের উচ্ছেদ করার পাঁয়তারা করে আসছে কামাল উদ্দিন। এ সরকারি জায়গা দখল করতে বিভিন্ন সময় স্থানীয়দের মারধর সহ প্রাণনাশের হুমকি প্রদান করে বেড়ায়। অনেক সরকারি জায়গা এখনো তার পেটে আছে, আমরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাই কুয়েত পল্লীকে দখলমুক্ত করে আমাদের বসবাসের জন্য উম্মুক্ত করে দেয়া হোক।
কিশোর শিহাব, সামি, শরীপ জানান আমরা খেলাধুলা করতে গেলে আমাদের মারধর সহ গালাগালি করতে থাকে তখন ভয়ে খেলাধুলা করতে যাইনা।
বক্তব্যর জন্য অভিযুক্ত বিএনপি নেতা মো. কামাল উদ্দিনকে একাধিক বার ফোন করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।