কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাশাকোট দারুস সুন্নাৎ দ্বিনিয়া মাদ্রাসায় প্রতিবারের মত এবারো দাখিল পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। চলতি বছর কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসা বোর্ডের ঘোষিত দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় হলেও দারুস সুন্নাহ মাদ্রাসার ৭জন ছাত্র এ প্লাসসহ শতভাগ পাস করায় পুরো উপজেলায় মাদ্রাসাটি প্রশংসা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফলে দেখা গেছে , বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলমগীর কবির মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাৎ দ্বীনিয়া মাদরাসার ২০২৫ সেশনের দাখিল পরিক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
দাখিল পরীক্ষার ফলাফলে গোল্ডেন এ প্লাস পেয়েছে দুইজন, এ প্লাস পেয়েছে সাতজন, এ পেয়েছে ২৫ জন, এ মাইনাস পেয়েছে আটজন।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, চলতি বছরে মাদ্রাসা বোর্ডের ঘোষিত দাখিল পরীক্ষার ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলার মাদ্রাসাগুলোতে ব্যাপক ফলাফল বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের মধ্যে মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আমি পাসাকোট দারুসসুন্নাৎ দ্বীনিয়া মাদ্রাসার একজন খাদেম হিসেবে যতটুকু সম্ভব হচ্ছে সহযোগিতা করে আসছি।
প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা বজায় রেখে ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, এলাকাবাসীসহ মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদের সহযোগিতাও উল্লেখযোগ্য। ভবিষ্যতেও ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মাহবুবুর রহমান মিয়াজী,কুমিল্লা থেকেঃ
চৌদ্দগ্রামে দারুস সুন্নাৎ দ্বীনিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষায় শতভাগ পাস
Tag :
জনপ্রিয়