০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ছাত্র-ছাত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশিত ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার ২শ’ ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সংলগ্ন রাস্তার পাশে উপজেলা প্রশাসন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ছাত্রছাত্রী একযোগে একই সময়ে ১৫ হাজার ফলজ গাছের চারা রোপণ করে। রোপণকৃত ফলজ বৃক্ষের মধ্যে আম, পেয়ারা, আমড়া, লিচু, কদবেল, বরই ও লেবু উল্লেখযোগ্য।

চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মাধ্যমিক পর্যায়ের ১শ’১১টি স্কুল,কলেজ,মাদ্রাসা ও প্রাথমিক পর্যায়ের ১শ’ ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থী সরাসরি বৃক্ষরোপণে অংশগ্রহণ করে। প্রতিটি গাছের সাথে রোপণকারী হিসেবে গাছের পরিচয়সহ সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে ‘নেম প্লেট’ ঝুলানো হয়েছে।

যে শিক্ষার্থী গাছটি রোপণ করেছেন, তিনিই বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় গাছের যত্ন নিবে ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং সম্মানিত শিক্ষাকগণ শ্রেণিকক্ষে বা সুবিধাজনক সময়ে এক্ষেত্রে তদারকি করবেন। বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালে প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রানিত করেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক জামাল হোসেন এর উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন, উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো: নূরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্হিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রী হতে না পারে, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত

চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ছাত্র-ছাত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার ২শ’ ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সংলগ্ন রাস্তার পাশে উপজেলা প্রশাসন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ছাত্রছাত্রী একযোগে একই সময়ে ১৫ হাজার ফলজ গাছের চারা রোপণ করে। রোপণকৃত ফলজ বৃক্ষের মধ্যে আম, পেয়ারা, আমড়া, লিচু, কদবেল, বরই ও লেবু উল্লেখযোগ্য।

চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মাধ্যমিক পর্যায়ের ১শ’১১টি স্কুল,কলেজ,মাদ্রাসা ও প্রাথমিক পর্যায়ের ১শ’ ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থী সরাসরি বৃক্ষরোপণে অংশগ্রহণ করে। প্রতিটি গাছের সাথে রোপণকারী হিসেবে গাছের পরিচয়সহ সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে ‘নেম প্লেট’ ঝুলানো হয়েছে।

যে শিক্ষার্থী গাছটি রোপণ করেছেন, তিনিই বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় গাছের যত্ন নিবে ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং সম্মানিত শিক্ষাকগণ শ্রেণিকক্ষে বা সুবিধাজনক সময়ে এক্ষেত্রে তদারকি করবেন। বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালে প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রানিত করেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক জামাল হোসেন এর উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন, উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো: নূরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্হিত ছিলেন।