০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

“চোরেদের স্বর্গরাজ্য”

  • প্রকাশিত ১০:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

১২/০২/২০২৫

অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।

সুশীল সমাজ বুদ্ধিজীবী সবাই আজ রানীর পা- চাটা!
যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে,যোগ্যরা আজ বলির পাঁঠা!‌
“চাকুরী দিই, চাকুরী খাইনা” ঘুস খেয়ে মিথ্যা প্রচারে নির্লজ্জ বেহায়াপনা,
মুখবন্ধে অনুদান ভাতা, বাঙালি জাতি মেরুদন্ডহীন, লড়াই ছেড়ে হিসেব করে শ্রীতে কতো পাওনা।
দূর্নীতিতে ছেয়ে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান,বালি কয়লা গোরু চুরি,ভুরি ভুরি,রেশন চুরি তার প্রমাণ,
কে বড়ো চোর,বুক চিতিয়ে বলে- হামবড়া! নেতা মন্ত্রীদের নেই বোধ অপমান, নেই আত্মসম্মান।
কামদুনি বিচার পায় না, ডিউটিতে ধর্ষিতা তিলোত্তমা খুন,
বলির পাঁঠা,সিভিক পুলিশ, ষড়যন্ত্রকারীদের প্রমোশন, আদালতে লড়ে সরকার খুনিদের পক্ষে, মানুষের করের টাকায়, একগাদা উকিল পোষে, রানী জেগে রয়, চোখে আসেনা ঘুম?
নেতা মন্ত্রী জেলখাটা, কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা,
কেউ বাঈজী নাচায়, কেউ প্রেম পিরিতি করে, কেউ রাতের বেলায় পিঠে খেতে ইচ্ছে, মেয়ে নিয়ে আত্মহারা।
মা বোনের ইজ্জত নেই, ঘরের মেয়ে নয় কি তারা?
ঘরের মেয়ে একজনই মিথ্যার রানী, সর্বাঙ্গে কালিমা, বাঙালি জাতি কি আজ বেজাতে ভরা? নেই মানুষের শব্দ সাড়া!

Tag :
জনপ্রিয়

“চোরেদের স্বর্গরাজ্য”

প্রকাশিত ১০:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

১২/০২/২০২৫

অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।

সুশীল সমাজ বুদ্ধিজীবী সবাই আজ রানীর পা- চাটা!
যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে,যোগ্যরা আজ বলির পাঁঠা!‌
“চাকুরী দিই, চাকুরী খাইনা” ঘুস খেয়ে মিথ্যা প্রচারে নির্লজ্জ বেহায়াপনা,
মুখবন্ধে অনুদান ভাতা, বাঙালি জাতি মেরুদন্ডহীন, লড়াই ছেড়ে হিসেব করে শ্রীতে কতো পাওনা।
দূর্নীতিতে ছেয়ে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান,বালি কয়লা গোরু চুরি,ভুরি ভুরি,রেশন চুরি তার প্রমাণ,
কে বড়ো চোর,বুক চিতিয়ে বলে- হামবড়া! নেতা মন্ত্রীদের নেই বোধ অপমান, নেই আত্মসম্মান।
কামদুনি বিচার পায় না, ডিউটিতে ধর্ষিতা তিলোত্তমা খুন,
বলির পাঁঠা,সিভিক পুলিশ, ষড়যন্ত্রকারীদের প্রমোশন, আদালতে লড়ে সরকার খুনিদের পক্ষে, মানুষের করের টাকায়, একগাদা উকিল পোষে, রানী জেগে রয়, চোখে আসেনা ঘুম?
নেতা মন্ত্রী জেলখাটা, কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা,
কেউ বাঈজী নাচায়, কেউ প্রেম পিরিতি করে, কেউ রাতের বেলায় পিঠে খেতে ইচ্ছে, মেয়ে নিয়ে আত্মহারা।
মা বোনের ইজ্জত নেই, ঘরের মেয়ে নয় কি তারা?
ঘরের মেয়ে একজনই মিথ্যার রানী, সর্বাঙ্গে কালিমা, বাঙালি জাতি কি আজ বেজাতে ভরা? নেই মানুষের শব্দ সাড়া!