আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ (সদর)
চাঁপাইনাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপ সচিব মো. শাহিদুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাঁপাইনাবগঞ্জ সদর উপজেলায় আঞ্জুমান সুলতানা ২০২৪ সালের ২৪ মার্চ থেকে এবং গোমস্তাপুর উপজেলায় কৃষ্ণ চন্দ্র ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার-এর অধীনে ন্যস্ত করা হলো|