০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সরাসরি ট্রেন পেতে ও আট দফা দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমূখে সকল আন্তঃনগর ট্রেন চালু এবং যমুনা রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন, গণ স্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ। এ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে জেলার ২০ সংগঠন ও রাজনৈতিক নেতারা মানববন্ধনে অংশ নেন।
এদিকে একই দাবিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকায় তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সদর উপজেলা সুজনের সভাপতি এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক আব্দুর রাহিম , চেম্বার অব কমার্সের পরিচালক খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা, নানাভাবে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আট দফা প্রাণের দাবি পুরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি আদায়ে সুজন ১৪ মে বনলতা ট্রেন চাঁপাইনবাবগঞ্জে অবরোধের পাশাপাশি বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সুজন জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Tag :
জনপ্রিয়

অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিতর্কিত সাবেক এসপি হারুনের দেওয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে প্রধান উপদেষ্টাসহ সকল প্রশাসনের নিকট ন্যায় বিচার কামনা

চাঁপাইনবাবগঞ্জে সরাসরি ট্রেন পেতে ও আট দফা দাবীতে মানববন্ধন

প্রকাশিত ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমূখে সকল আন্তঃনগর ট্রেন চালু এবং যমুনা রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন, গণ স্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ। এ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে জেলার ২০ সংগঠন ও রাজনৈতিক নেতারা মানববন্ধনে অংশ নেন।
এদিকে একই দাবিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকায় তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সদর উপজেলা সুজনের সভাপতি এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক আব্দুর রাহিম , চেম্বার অব কমার্সের পরিচালক খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা, নানাভাবে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আট দফা প্রাণের দাবি পুরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি আদায়ে সুজন ১৪ মে বনলতা ট্রেন চাঁপাইনবাবগঞ্জে অবরোধের পাশাপাশি বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সুজন জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।