১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করল বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ

  • প্রকাশিত ০৮:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ (বিআইসিসি) তাদের দুই সিনিয়র নেতা, এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান পাখি এবং মাওলানা আলমগীরকে চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ এবং পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এস.এম. সরওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগে বহিষ্কার করেছে।
পরিষদ কর্তৃক জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাখি এবং আলমগীরকে নিম্নলিখিত অভিযোগের দায়ী সাব্যস্ত করা হয়:
* অর্থ আত্মসাৎ: বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে পরিষদের তহবিল আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
* মিথ্যা ও মানহানিকর মন্তব্য: তারা মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. সরওয়ারের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
* হুমকি ও ভয়ভীতি প্রদর্শন: পাখি এবং আলমগীরের বিরুদ্ধে ডা. সরওয়ার এবং অন্যান্য পরিষদ সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
* শৃঙ্খলা লঙ্ঘন: তারা পরিষদের অভ্যন্তরীণ নিয়ম ও প্রবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।
পরিষদ সদস্যদেরকে বহিষ্কৃত নেতাদের সাথে কোন যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে, পরিষদ পাখি এবং আলমগীরের পরিচয় দিয়ে কোন অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকলে তার জন্য দায়ী থাকবে না।
বহিষ্কারের পর, পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. এরশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মোঃ মাসুমকে দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সভায় পরিষদের অনেক নেতা এবং সদস্য উপস্থিত ছিলেন, যার মধ্যে ডা. সরওয়ার, ভাইস প্রেসিডেন্ট আজিজুল হক মিন্টু, এস.আই. জনি, আজিজুল ইসলাম মিঠু, আহিদুজ্জামান এবং অপু; যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা মোরসালিন; মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা ইসলাম কলি; দপ্তর সম্পাদক মোঃ মাসুম; প্রচার সম্পাদক মোঃ জসিম এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

 

প্রেস বিজ্ঞপ্তি

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করল বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ

প্রকাশিত ০৮:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ (বিআইসিসি) তাদের দুই সিনিয়র নেতা, এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান পাখি এবং মাওলানা আলমগীরকে চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ এবং পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এস.এম. সরওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগে বহিষ্কার করেছে।
পরিষদ কর্তৃক জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাখি এবং আলমগীরকে নিম্নলিখিত অভিযোগের দায়ী সাব্যস্ত করা হয়:
* অর্থ আত্মসাৎ: বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে পরিষদের তহবিল আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
* মিথ্যা ও মানহানিকর মন্তব্য: তারা মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. সরওয়ারের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
* হুমকি ও ভয়ভীতি প্রদর্শন: পাখি এবং আলমগীরের বিরুদ্ধে ডা. সরওয়ার এবং অন্যান্য পরিষদ সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
* শৃঙ্খলা লঙ্ঘন: তারা পরিষদের অভ্যন্তরীণ নিয়ম ও প্রবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।
পরিষদ সদস্যদেরকে বহিষ্কৃত নেতাদের সাথে কোন যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে, পরিষদ পাখি এবং আলমগীরের পরিচয় দিয়ে কোন অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকলে তার জন্য দায়ী থাকবে না।
বহিষ্কারের পর, পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. এরশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মোঃ মাসুমকে দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সভায় পরিষদের অনেক নেতা এবং সদস্য উপস্থিত ছিলেন, যার মধ্যে ডা. সরওয়ার, ভাইস প্রেসিডেন্ট আজিজুল হক মিন্টু, এস.আই. জনি, আজিজুল ইসলাম মিঠু, আহিদুজ্জামান এবং অপু; যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা মোরসালিন; মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা ইসলাম কলি; দপ্তর সম্পাদক মোঃ মাসুম; প্রচার সম্পাদক মোঃ জসিম এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

 

প্রেস বিজ্ঞপ্তি