চট্টগ্রাম শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত সন্দ্বীপের ৬১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গত ২৫ জুলাই শুক্রবার বিকালে ৩টায় দেয়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ, প্রফেস মোঃ শাহ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নীলুফার আকতার খুশী, দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মারুফুল ইসলাম, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস নূরুন নাহার।
অনুষ্ঠানে স্পীকার হিসেবে বক্তব্য রাখেন, ডেল্টা ইমিগ্রেশন এর সিইও মোহাম্মদ আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সমন্বয়ক এডভোকেট এস.এম. সাইফুর রহমান নওশাদ।
সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সদস্য আসাদুজ্জামান জাহিদ ও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী কাজী রুবাইদা জাহান নওরীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর আজীবন সদস্য কাজী জিয়া উদ্দিন সোহেল, সন্দ্বীপ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সাতকানিয়া নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, মুছাপুর সমিতি, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মাস্টার আফছার উদ্দিন রাজু, সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সমাজকর্মী সৈয়দ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, আবদুল খালেক একাডেমি-গাছুয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোঃ মজিবুল মাওলা ও সাউথ সন্দ্বীপ হাই স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজিবুর রহমান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মোহাম্মদ মারজুক রহমান, আবরার ফাইয়াজ, সাইদ ও জয়শ্রী রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহ আলমগীর কৃতি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার সাথে সুশিক্ষিত হয়ে জীবনে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। তিনি কৃতিদের পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করার পরামর্শ দেন। তিনি কৃতিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের অনেকেই কৃতি শিক্ষার্থীদের সন্দ্বীপের কৃতি সন্তান মাননীয় উপদেষ্টা ড. ফাওজুল কবির খান এর মত সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাংলাদেশ পোস্ট অফিসের ডিআরএম মনজুর হোসাইন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান শামীম, বিএনপি নেতা কামরুল ইসলাম টিটু ও গোলাম মোস্তফা মনির, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, মমতার সহকারী পরিচালক কে.এম. কামরুল ইসলাম, আবুল মনসুর সন্দ্বীপি, প্রকাশক মোঃ ছানা উল্যাহ রানা, সাংবাদিক অপু ইব্রাহিম, আবদুর রহমান ইমন, মোবারক হোসেন ভূঁইয়া , সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নজরুল নাঈম, ন্যাশনাল ব্যাংকের মোঃ দিদারুল আলম প্রমুখ।