বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে, চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হল মিলনায়তনে গত ১২/৭/২৫ রোজ শনিবার বিকেল ৪ টায় ২০২৪ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও পুরষ্কার বিতরন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম নুরুল বশর ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বি.কে.এ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ ইস্কান্দার আলী হাওলাদার। বি. কে. এ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ন লুভনা হুমায়ুন সুমির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, দৈনিক মানবকন্ঠ ব্যুরো প্রধান আলমগীর নুর, বি .কে. এ’ র কেন্দ্রীয় অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব প্রফেসর এইচ এম নজরুল ইসলাম, সাহিত্য ও সাংষ্কৃতিক সচিব সিকদার আবুল কালাম আজাদ,সহ- শিক্ষা সচিব আলহাজ্ব উদ্দিন রোহিত, সদস্য ডি আই এম জাহাঙ্গীর আলম, বিকেএ নাটোর জেলা সাধারন সম্পাদক রাজীব হোসেন,চট্টগ্রাম বিভাগ সহ সভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার, প্রচার সম্পাদক সুপলাল বড়ুয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পন বড়ুয়া সহ প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি, নেতৃবৃন্দ নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ তুলে দেন।
আয়োজনে উপস্থিত প্রধান অতিথি সহ সকল সম্মানিত অতিথিকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ বলেন, শিশুদেরকে বাড়ী থেকে বিদ্যালয় পর্যন্ত যাওয়া এবং খেলাধুলার সাথে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগ্রহণের যে ব্যবস্থা -কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা, সরকার নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রধান সহায়ক। এই ব্যবস্থায় দেশের লক্ষ লক্ষ শিশু এই সব বিদ্যালয়ে অধ্যয়ন করে। সরকার সহ সকলের উচিত হবে এসব বিদ্যালয়ের যেন শিক্ষার গুনগত মান দিনদিন বৃদ্ধি পায় তার জন্য যথাযত পদক্ষেপ গ্রহন করা। তিনি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সব কিন্ডার গার্টেন স্কুলের মান উন্নয়নে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা ও প্রদান করেন।
প্রধান আলোচক মোঃ ইস্কান্দার আলী হাওলাদার বলেন, ভাটার পরপরই সব সাগরে জোয়ার আসে ইতিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এরপর ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী আমাদের বৃত্তি কার্যক্রমে প্রতিবছর অংশ গ্রহন করে। তিনি বলেন,
এই সংগঠন অতীতের মত শিক্ষা কর্মকান্ড, প্রতিষ্ঠান ও শিক্ষকের পাশে ছিল, আগামীতে এই এক মাত্র আমাদের এ সংগঠন, অতীতের মত শিক্ষা বিস্তারে ও মানবতার কল্যানে অগ্রণী ভুমিকা পালন করবে।
বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ কামরুল ইসলাম তার স্বাগত বক্তব্যে ছাত্র ছাত্রীদের উদ্দশ্যে বলেন, সফল হওয়ার জন্য প্রথমে আমাদের বিশ্বাস করতে হবে যে আমি পারবো। যে নিজেকে সাহায্য করার চেষ্টা করে স্রষ্টা তাকে সব সময় সাহায্য করতে পছন্দ করেন। যে কখনোই কোন ক্ষেত্রে হাল ছাড়ে না তাকে কেউ পরাজিত করতে পারে না অন্যদিকে যে কোন সম্মাননা বানপুরস্কার যে যাই-ই বলুক তা আগামীকালকে উন্নত করতে অনুপ্রেরণা সহ যথেষ্ট ভুমিকা রাখে। তিনি বলেন, শিক্ষাই মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয় ভালো মন্দ, সত্য, মিথ্যা, জ্ঞানী, মূর্খ,উত্তম চরিত্র কুচরিত্র দেশপ্রেমিক, দেশদ্রোহীর পার্থক্য ভাল ভাবে বুঝিয়ে দেয় এক কথায় শিক্ষা মানুষকে নবজন্ম দেয়। জীবনে শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষৎ, তাদের জীবনকে বিকশিত করতেও আলোকিত মানুষ তৈরীতে মেধা বিকাশের জন্য প্রতি বছর বৃত্তির আয়োজন করা হয়,
ও বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় তিনি এই সব কর্মযজ্ঞের ভুয়সী প্রশংসা করেন।
সভাপতি তথ্য প্রযুক্তির এই যুগে সবাইকে সামজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল নির্ভরতা কমানোর পরামর্শ দেন এবং সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম এ ২০২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয়