সিফাত ঢাকার মিরপুর-১ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। ইউনির্ভাসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা প্রথম বর্ষের শিক্ষার্থী সিফাত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বন্ধুদের সাথে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে বিকেলে নিখোঁজ হয়। বৃহস্পতিবার দুপুরে খৈয়াছড়া ঝরনা এলাকায় নিখোঁজের ৪২ ঘন্টা পর সিফাতুরের লাশ উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা। এর আগে স্থানীয় লোকজন, ফায়ারসার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দফায় দফায় তল্লাশী করেও বুধবার সন্ধ্যা পর্যন্ত সিফাতুর রহমানের সন্ধান পাওয়া যায়নি।
সিফাতের সাথে আসা বন্ধু মেহেদি হাসান স্বদেশ বিচিত্রাকে জানান, আমরা ঢাকা থেকে একই বিশ্ববিদ্যালয়ের ১৩ বন্ধু মঙ্গলবার সকালে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসি। সারাদিন ঘুরে ফিরে বিকেলে ফেরার পথে সিফাতকে সাথে আসতে না দেখে আশেপাশে খুঁজতে থাকি। কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করি আমরা। বুধবার সকাল থেকে স্থানীয়দের সাথে নিয়ে, ফায়ারসার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মিলে বৃহস্পতিবার সারাদিন খুঁজেও সিফাতের কোন সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবার ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশী শুরু করে দুপুরে ঝরনা এলাকার একটি কূপ থেকে ভাসমান অবস্থায় সিফাতুরের লাশ উদ্ধার করা হয়।
ছেলের সন্ধানে বুধবার সকাল থেকে খৈয়াছড়া ঝরনা এলাকায় ছেলের খোঁজে এসে অবস্থান করছেন নিখোঁজ সিফাতুর রহমানের মা বিউটি রহমান। জানতে চাইলে তিনি বলেন, একসাথে ঝরনায় ঘুরতে এসে বন্ধুদের সবাই ফিরলেও আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। বৃহস্পতিবার দুপুরে আমার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। আশায় ছিলাম ছেলেকে জীবিত পাবো । কিন্তু ঝরনার কূপে আমার স্বপ্নের সলিল সমাধি হয়ে গেছে।নিখোঁজ সিফাতুরের খোঁজে উদ্ধার অভিযানে যাওয়া মিরসরাই ফায়ারসার্ভিস স্টেশনের স্টেশান কর্মকর্তা স্বদেশ বিচিত্রাকে বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরনা এলাকায় নিচ থেকে উপর পর্যন্ত ঝরনার প্রতিটি ধাপে খুঁজেও সিফাতুরের হদিস মেলেনি। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ারসার্ভিসের একটি ডুবুরিদল সাথে নিয়ে তল্লাশী করতে গিয়ে ঝরনা এলাকার একটি কূপ থেকে সিফাতুরের ভাসমান লাশ উদ্ধার করে আনি আমরা। সিফাতুরের সাথে থাকা বন্ধুরা জানায়, ঘুরতে গিয়ে বুধবার ঝরনার দশম ধাপে উঠে পর্যটক দলটির সদস্যরা মদ পান করে। ধারনা করছি এতে বেসামাল হয়ে কূপের পানিতে ডুবে মারা যায় সিফাতুর। ঘটনাস্থলে থাকা মিরসরাই থানার উপপরিদর্শক সুমন কান্তি দে বলেন, ঝরনা এলাকার একটি কূপ থেকে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিফাতুরের লাশ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস কর্মীরা। দীর্ঘসময় পানিতে ডুবে লাশ পঁচে ফুলে উঠেছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো আমরা।