১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সোহেল, কক্সবাজার :

চকরিয়ায় ভারী বর্ষণে রেললাইনে ধসে পড়েছে মাটি তাৎক্ষণিক মাটি অপসারণে রেল যোগাযোগ স্বাভাবিক 

  • প্রকাশিত ০৬:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে
কক্সবাজারের  চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় রেললাইনের ওপর মাটি ধসে পড়েছে। টানা বৃষ্টিতে পাশের পাহাড় থেকে এসব মাটি ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় লোকজন বলেন, গত বুধবার রাত থেকে চকরিয়ায় টানা ভারি বর্ষণ হচ্ছে। শুক্রবার সকাল থেকে খন্ড খন্ড মাটি রেললাইনের ওপর পড়তে শুরু করে। তবে রেললাইন নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের লোকজন গত দুইদিন ধরে রেললাইন ও আশপাশের এলাকা মাটি সরানোর কাজ করছেন।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় রেললাইনটি গেছে পাহাড়ের বুক চিরে। রেললাইনের দুইপাশে খাড়া পাহাড়। অতি বৃষ্টির ফলে এই খাড়া পাহাড় থেকে খন্ড খন্ড মাটি ধসে পড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে স্কেভেটর গাড়ি দিয়ে মাটি সরাতে কাজ করে যাচ্ছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের চকরিয়া অঞ্চলের উপ প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আমাদের প্রকৌশলী ও শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে স্কেভেটর দিয়ে ধসে পড়া মাটি অপসারণ কাজ শুরু করেছে। রেল চলাচল স্বাভাবিক রাখতে সেখানে সার্বক্ষণিক শ্রমিকরা কাজ করে যাচ্ছেন।
চকরিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী বলেন, রেললাইনের ওপর ধসে পড়া মাটি তাৎক্ষণিক অপসারণ করা হচ্ছে। যার ফলে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag :
জনপ্রিয়

এলজিইডির ভিতর বাহির ক্ষমতাধর মশিউর, কে রুখবে তাকে

মোঃ সোহেল, কক্সবাজার :

চকরিয়ায় ভারী বর্ষণে রেললাইনে ধসে পড়েছে মাটি তাৎক্ষণিক মাটি অপসারণে রেল যোগাযোগ স্বাভাবিক 

প্রকাশিত ০৬:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারের  চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় রেললাইনের ওপর মাটি ধসে পড়েছে। টানা বৃষ্টিতে পাশের পাহাড় থেকে এসব মাটি ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় লোকজন বলেন, গত বুধবার রাত থেকে চকরিয়ায় টানা ভারি বর্ষণ হচ্ছে। শুক্রবার সকাল থেকে খন্ড খন্ড মাটি রেললাইনের ওপর পড়তে শুরু করে। তবে রেললাইন নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের লোকজন গত দুইদিন ধরে রেললাইন ও আশপাশের এলাকা মাটি সরানোর কাজ করছেন।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় রেললাইনটি গেছে পাহাড়ের বুক চিরে। রেললাইনের দুইপাশে খাড়া পাহাড়। অতি বৃষ্টির ফলে এই খাড়া পাহাড় থেকে খন্ড খন্ড মাটি ধসে পড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে স্কেভেটর গাড়ি দিয়ে মাটি সরাতে কাজ করে যাচ্ছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের চকরিয়া অঞ্চলের উপ প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আমাদের প্রকৌশলী ও শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে স্কেভেটর দিয়ে ধসে পড়া মাটি অপসারণ কাজ শুরু করেছে। রেল চলাচল স্বাভাবিক রাখতে সেখানে সার্বক্ষণিক শ্রমিকরা কাজ করে যাচ্ছেন।
চকরিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী বলেন, রেললাইনের ওপর ধসে পড়া মাটি তাৎক্ষণিক অপসারণ করা হচ্ছে। যার ফলে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।