১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আনভিল বাপ্পি,ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

ঘোড়াঘাটে ১৩৭৫ একর জমি নিয়ে জনসাধারণ ও এমএফআরও মুখোমুখি অবস্থান

  • প্রকাশিত ০৫:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ টি কলোনীর ১৪ টি মৌজায় অবস্থিত ১৩ শত ৭৫ একর জমি নিয়ে প্রায় ৩ হাজার পরিবারের জনসাধারণ ও বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও) মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে দুপক্ষের দফায় দফায় আলোচনা চলছে।

বুধবার (৪ জুন) দুপুর ১২টায় ঘোড়াঘাটে অবস্থিত ওসমানপুর সেনা ক্যাম্পে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ও ৫টি কলোনী বাসীর পক্ষে একটি প্রতিনিধি দল ২য় দফায় এক আলোচনায় বসেন। আলোচনা শেষে কলোনী বাসীর প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার সানি আব্দুল হক এক সংক্ষিপ্ত ব্রিফ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের কর্ণেল রুবাইয়াত সহ কর্মকর্তাদের সাথে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করেন যে, তাদের পক্ষ থেকে কোনো পরিবারকে উচ্ছেদ এবং জনসাধারণ কোন রকম ভয় ও ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকে এরকম কার্যক্রম পরিচালনা করা হবে না। এছাড়া বিরোধীয় বিষয়গুলো আদালতের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করা হয়। এসময় ব্যারিস্টার সানি আব্দুল হক কলোনীবাসী সহ স্বার্থসংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করে বিষয়টি মোকাবেলা করার আহবান জানান।

আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল রুবাইয়াত, ওসমানপুর সেনা ক্যাম্পের মেজরনাজমুল হক, ব্যারিস্টার সানি আব্দুল হক, এ্যাডভোকেট এ.বি.এম শফিকুর রহমান, আফসারাবাদ কলোনীর বাসিন্দা সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, খোদাদাতপুর কলোনীর বাসিন্দা আব্দুল আজিজ, রাকিব হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

আনভিল বাপ্পি,ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

ঘোড়াঘাটে ১৩৭৫ একর জমি নিয়ে জনসাধারণ ও এমএফআরও মুখোমুখি অবস্থান

প্রকাশিত ০৫:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ টি কলোনীর ১৪ টি মৌজায় অবস্থিত ১৩ শত ৭৫ একর জমি নিয়ে প্রায় ৩ হাজার পরিবারের জনসাধারণ ও বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও) মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে দুপক্ষের দফায় দফায় আলোচনা চলছে।

বুধবার (৪ জুন) দুপুর ১২টায় ঘোড়াঘাটে অবস্থিত ওসমানপুর সেনা ক্যাম্পে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ও ৫টি কলোনী বাসীর পক্ষে একটি প্রতিনিধি দল ২য় দফায় এক আলোচনায় বসেন। আলোচনা শেষে কলোনী বাসীর প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার সানি আব্দুল হক এক সংক্ষিপ্ত ব্রিফ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের কর্ণেল রুবাইয়াত সহ কর্মকর্তাদের সাথে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করেন যে, তাদের পক্ষ থেকে কোনো পরিবারকে উচ্ছেদ এবং জনসাধারণ কোন রকম ভয় ও ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকে এরকম কার্যক্রম পরিচালনা করা হবে না। এছাড়া বিরোধীয় বিষয়গুলো আদালতের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করা হয়। এসময় ব্যারিস্টার সানি আব্দুল হক কলোনীবাসী সহ স্বার্থসংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করে বিষয়টি মোকাবেলা করার আহবান জানান।

আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল রুবাইয়াত, ওসমানপুর সেনা ক্যাম্পের মেজরনাজমুল হক, ব্যারিস্টার সানি আব্দুল হক, এ্যাডভোকেট এ.বি.এম শফিকুর রহমান, আফসারাবাদ কলোনীর বাসিন্দা সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, খোদাদাতপুর কলোনীর বাসিন্দা আব্দুল আজিজ, রাকিব হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।