চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে নিজ বাসায় বিছানায় শুয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৭ মে ) রাত ২ টায় সাপের কামড়ের পর রাত ৩:৫০ টার দিকে তার মৃত্যু হয়।
মৃত শিশু উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে রিফাত (৮)।
পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ শুনেছেন বলে জানান।