গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল বারী, প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, ইভটিজিং বন্ধ, চুরি, ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে আসে।