গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্পূব পরিকল্পিত ভাবে রাতের আধারে রাস্তা থেকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট
,মহিলাকে শ্লীলতাহানী ও র্স্বণাংকার ছিনতাই সহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুইজন।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত ২৩-১০-২৪ ইং সন্ধ্যা ৭টায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফেরুসা গ্রামের সৈয়দ আলী ও আরিফুল ইসলাম র্দীঘদিন দুবাই প্রবাসে থাকায় একই ইউপির ফকিরগঞ্জ গ্রামের প্রবাসীর দুলা ভাই নিয়মিত তাদের জমি জমাসহ প্রবাসীর বাড়ির দেখা শুনা করেন দুলা ভাই ভিক্ষু প্রামানিক।ঘটনার দিন বিকাল আনুমানিক বিকাল ৪ টায় ভিক্ষু প্রামানিক তার স্ত্রী ও নিকট আত্বীয়সহ ৪জন প্রবাসী শ্যালোকদের বাড়িতে দাওয়াত খেয়ে সন্ধ্যা ৭টায় ব্যাটারী চালিত অটো রিক্সা যোগে বাড়ী ফেরার পথে প্রবাসির প্রতিবেশি মৃত্যু আয়েজ উদ্দিনের পুত্র সেলিম ওরফে বারু (৫০), বাবলু (৫৫),দিলো(৫৩)সহ ৫/৭জনের একটি দল যোগসাজোসে পূর্বপরিকল্পিত ভাবে অর্তকিত বাইকের গতিরোধ করে নামিয়ে নেয় এবং লাঠি,রড ও ছোরা দ্বারা আঘাত করে এতে করে প্রবাসির ভাই হানিফকে ছুরিকাঘাত সহ বোন হালিমনকে শ্লীলতাহানী ও বেধরক মারপিট করে স্বর্নের চেন ছিনতাই করে নিয়ে নেয়। এমনকি র্দুবৃত্তরা আহতদের জিম্মি করে তাদের বাড়িতে আটকে রাখে।এঘটনা জানাজানি হলে এলাকার লোকজন পর দিন সকালে আটক আহত ব্যক্তিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে র্কতব্যরত চিকিৎসক গুরুতর আহত হানিফকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শমিমেক হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে প্রবাসির দুলা ভাই ভিক্ষু প্রামানিক বাদী হয়ে সেলিম ওরফে বারু সহ ৬জনের বিরোধে একটি অভিযোগ দায়ের করেছেন।