গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ বাহাদুর সরকার (৩৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে বাহাদুরের কাছ থেকে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাফেন্টাডল ট্যাবলেট, ৬টি দেশীয় অস্ত্র, দুটি মোবাইল ফোন ও একটি পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক বাহাদুর সরকার স্থানীয় আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দ করা হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি :
গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী
Tag :
জনপ্রিয়