০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
‎গাইবান্ধা প্রতিনিধি :

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী

  • প্রকাশিত ০৬:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ বাহাদুর সরকার (৩৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎বৃহস্পতিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে বাহাদুরের কাছ থেকে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাফেন্টাডল ট্যাবলেট, ৬টি দেশীয় অস্ত্র, দুটি মোবাইল ফোন ও একটি পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়।

‎আটক বাহাদুর সরকার স্থানীয় আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দ করা হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎স্থানীয়রা মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

মোছাফ্ফাহ যুবদলের উদ্যোগে কাতার ও দুবাই ব্যবসায়ী সালেহ আহমদ চৌধুরীকে সংবর্ধনা

‎গাইবান্ধা প্রতিনিধি :

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী

প্রকাশিত ০৬:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ বাহাদুর সরকার (৩৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎বৃহস্পতিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে বাহাদুরের কাছ থেকে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাফেন্টাডল ট্যাবলেট, ৬টি দেশীয় অস্ত্র, দুটি মোবাইল ফোন ও একটি পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়।

‎আটক বাহাদুর সরকার স্থানীয় আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দ করা হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎স্থানীয়রা মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।