গাজী রবিউল আলম।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত পোনে বারোটার দিকে উপজেলার জোতকুরা গ্রামের রাস্তায় মাইক্রোবাস থেকে পুলিশের পোশাক পরিহিত যাত্রী নামাইলে নৈশ প্রহরীর সন্দেহ বশত সিগনাল দিলে ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয় জনগণ ছয়জনকে আটক করে দুইজন পালিয়ে যায়, স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয় পরে থানা পুলিশের একটি টিম তাদেরকে হেফাজতে নেয়।
এ সময় তাদের কাছ থেকে
এক সেট সাব ইন্সপেক্টর এর পোশাক,এক সেট হ্যান্ড কাপ,গাড়ির সামনের পুলিশ স্টিকার, ভুপলিকেট পুলিশ আইডি কার্ড দুইটি, রিফ্লেক্টিং বেস্ট একটা,পিস্তল এর কভার একটা,পুলিশের বেল্ট একটা উদ্ধার করে।
কাশিয়ানী থানা পরিদর্শক (ওসি) জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ৬ জন হলেন-
আরিফ হোসেন খান(৩২) পিতা ইকবাল আহমেদ খান হেমেন্দ্র দাস রোড সূত্রাপুর ঢাকা, মোঃ মাসুদ রানা (৩০) পিতা তাইজুল ইসলাম গ্রাম হাওড়া, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ, মোঃ লিটন মোল্লা (৩৮) পিতা সুরজ মোল্লা, গ্রাম রামদিয়া থানা বালিয়ান্দি জেলা রাজবাড়ী, মোঃ কাজল ইসলাম (৩০) পিতাঃ মোঃ আলম হোসেন, গ্রাম কদমপুর থানা রানীসংকৈল, জেলা ঠাকুরগাঁও, মোঃ ফারুক হোসেন (৩৪) পিতা মৃত নজরুল ইসলাম, গ্রাম টেঘেরা থানা বিরল, জেলা দিনাজপুর, মামুন সরদার (৩৭) পিতা মৃত লোকমান সরদার, ভোজেরগাতি থানা সদর, জেলা গোপালগঞ্জ।
ওসি জিল্লুর রহমান জানান তাদের নামে ডাকাতি প্রস্তুতির মামলায় কোর্টে প্রেরণ করা হবে