চল যাই চল যাই
দূর অজানায়
যেথা খেলা করে চাঁদ
জোৎস্না রাতে
প্রকৃতির অপরূপ দোলনায়।।
চল যাই চল যাই
সমুদ্র সীমানায়
ভিজিয়ে দেবে দুষ্টু সে ঢেউ
তোমার রাঙা দুটি পায়।।
চল যাই চল যাই ,,,,,,,,
শহর থেকে অনেক দূরে
চেনা পথ ছেড়ে
অচেনা কোন গায়।
ঝাউ শাখে ডাকে
বউ কথা কও পাখি।
কোথাও যেন বাজে
রাখালিয়ার বাঁশী।
এমন দিনে তুমি
করো লুটোপুটি
অবুঝ মেয়ের মত
রাঙা দুটি পায়
নদীর কাঁদা মাটি
মাখবো গায়ে
পার হয়ে যাবো
ওপারের কোন গায়।।
ধানের ক্ষেতে করি লুটোপুটি
জড়িয়ে তোমার হাতে হাত দুটি
ফিরে আর আসবো না
চেনা কোন গায়।
কেমন হয় তুমি
বলোতো আমায়।।।
চল যাই চল যাই
এম ভিশন পূর্বাচল সিটি
নাচ আর গানের
হৈ হোল্লোড়ে কাছে টেনে
আলিঙ্গনে জড়াবো তোমায়।।।।।
একটি কথা বলবো কানে
তুমি আর আমি
আমি আর তুমি
দূজন দূজনের
শুধু দুজনায়।।।।
যতদিন বেঁচে থাকি
হারাবো না কোথায়।।।
০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
গীতি কবিতা; দূর অজানায়। গাজী আব্দুল আলীম। { সি ই ও } এম ভিশন পূর্বাচল সিটি
Tag :
জনপ্রিয়