স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে খাল, ড্রেন ও নালা খননসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। ২১ এপ্রিল রাজবাড়ি রোডে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ মোহাম্মদ কায়সার খসরু,জিসিসির সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ,জিসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, উপ সহকারী প্রকৌশলী আমজাদ, তানভীর হোসেন, রুহুল প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে জিসিসির প্রশাসক বলেন, “আমরা একটি আধুনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন গাজীপুর গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বর্ষা ও ঈদকে সামনে রেখে জনগণের দুর্ভোগ কমাতে আমরা সময়োপযোগী পদক্ষেপ নিয়েছি। সেনাবাহিনীর সহায়তায় খাল পুনঃখননের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রেন ও নালা পরিষ্কার এবং পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে কোটেশন পাঠানো হয়েছে খাল পুনঃখননের কাজে সহায়তা চেয়ে।
পূণঃখননের জন্য খালগুলো হলো চিলাই খাল,বড়বাড়ি খাল,মধুমিতা খাল,টঙ্গী খাল, জৈনাবাজার খাল,নোয়াগাঁও খাল,তালতলা খাল।
খাল পুনঃখনন হলে বর্ষার পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে। জিসিসির প্রশাসক শরফ উদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের কার্যক্রম শুধুই আনুষ্ঠানিকতা নয়, আমরা বাস্তবভিত্তিক ও জনগণকেন্দ্রিক সমাধানে কাজ করছি। জনগণের অংশগ্রহণ এবং সন্তুষ্টিই আমাদের মূল শক্তি। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের এই ধরনের সুপরিকল্পিত উদ্যোগ আগামী দিনে একটি মডেল শহরে গাজীপুর রূপান্তরিত হবে বলে আশাকরি।
স্বদেশ বিচিত্রা/এআর