গাজীপুর সদরের পূর্ব ধীরাশ্রমে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর ) সকালে ৩১ নং ওয়ার্ডে পূর্ব ধীরাশ্রম এলাকার সোহাগের সাথে বিএনপির বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করা নিয়ে স্বপন, দিনা ও হারুনের সাথে তর্ক বিতর্ক হয়। একপর্যায় সোহাগকে লাথি ও কিল ঘুষি মারে এবং সোহাগ দৌঁড়িয়ে পালিয়ে যায়। সোহাগ সদর থানার সামন্তপুর এলাকায় ভাড়া থাকার সুবাদে তার বন্ধু জুলহাস ও সিসানকে খবর দিয়ে পূর্ব ধীরাশ্রম বাড়ীতে নিয়ে আসে। ওই দিন বিকাল ৫টায় সোহাগের বন্ধুদের দেখে স্বপন, দীনা ও হারুন তার দরবলে দা, চাইনিজ কুড়াল,বটি দেশীয অস্ত্র নিয়ে বাড়ীর দরজা জানালা কুপাতে থাকে। এতে জুলহাজ ও জিসান বাঁধা দিলে তারা জুলহাসের মাথায় ও জিসানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জুলহাসের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জুলহাস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।সোহাগ ও জিসান গাজীপুর তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ভূক্তভোগী সোহাগের মা আন্জু বেগম জানান, আমার ছেলে বিএনপির বিভিন্ন মিটিং মিছিলে যাওয়ায আওয়ামী লীগের স্বপন, দীনা, হারুন তাদের দলবল নিয়ে আমার ছেলেকে ( সোহাগ),জুলহাস ও জিসানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি এর বিচার চাই।
০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নাছির উদ্দিন,গাজীপুরঃ
গাজীপুর সদরের পূর্ব ধীরাশ্রমে প্রতিপক্ষের : হামলায় {নারীসহ } আহত-৪
Tag :
জনপ্রিয়