গাজীপুর আন্তঃ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (১৪০৭) এর আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে সংগঠনটি র্যালি, আলোচনা সভা ও মধ্যান্ন ভোজনের আয়োজন করে। ১ লা মে সকালে বাস,ট্রাক,সিএনজি শ্রমিকদের সমন্নয়ে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি বাস ট্রার্মিনার থেকে শুরু হয়ে উপজেলা চত্তর হয়ে পূণরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। র্যালি শেষে বাস টার্মিনালে গাজীপুর আন্তঃ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি, বিগ্রেঃ জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ ‘র সুযোগ্য পুত্র শাহ রিয়াজুল হান্নান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মুদ্রা স্ফিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন বাড়াতে হবে । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে শ্রমিকদেরও বেতন ভাতা বাড়াতে হবে। সভাপতির বক্তৃতায় আশরাফুল আলম বাবলু বলেন, শ্রমিক ইউনিয়ন থেকে আমরা মৃত শ্রমিকদের আর্থিক সহযোগীতা করি। সড়ক দূর্ঘটনায় আহত শ্রমিকদেরও আমরা শ্রমিক ইউনিয়ন থেকে সহযোগিতা করি। এছাড়া অসচ্ছল শ্রমিকদের ঈদের সময় সহযোগীতা করা হয়। শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাসুদ রানার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ আফজাল হোসেন বেপারি, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির ও বিআরডিবি’র সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, পরিবহন মালিক চিত্ত রঞ্জন সাহা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, সাংবাদিক জাকির হোসেন কামাল, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সোহাগ বেপারি, পথের সাথি পরিবহনের পরিচালক, কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, শ্রমিক নেতা সাইফুল ইসলাম মোল্লাপ্রমুখ।
০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম