১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরে জেলা প্রশাসকের দায়িত্ব পেল প্রথম নারী হিসেবে নাফিসা আরেফীন

  • প্রকাশিত ০৩:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে
১২ সেপ্টেম্বর গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নাফিসা আরেফীন দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। আজ বৃহস্পতিবার তিনি প্রথম অফিস করেছেন। নাফিসা আরেফীন ২৪তম বিসিএস এর একজন অভিজ্ঞ কর্মকর্তা। গাজীপুর জেলার ৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হলেন নাফিসা আরেফীন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। আড়াই বছর আগে একবার ডিসি পদে নিয়োগ পেয়েছিলেন প্রশাসনের দক্ষ কর্মকর্তা নাফিসা আরেফিন। তখন তাকে নীলফামারীর ডিসি নিয়োগ করা হয়। কিন্তু পরে ছাত্রজীবনে
জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলেন, এমন অভিযোগে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে দিয়েছিল। যোগ্যতা থাকা সত্বেও তিনি জেলা প্রশাসক হতে পারেননি। আড়াই বছর পর সেই নাফিসা আরেফিনকে পুনরায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এবার নীলফামারী নয়, রাজধানীর নিকটবর্তী গাজীপুরের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন। গত সোমবার ২৫ জেলার ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ২৫ জনের মধ্যে তাকে ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের ডিসি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা নাফিসা আরেফিনকে জেলা প্রশাসক নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর ২০২২ সালের ৫ জানুয়ারি নাফিসা আরেফীনকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপর নাফিসার রাজনৈতিক দর্শন নিয়ে তখন একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ঐ প্রতিবেদন প্রকাশের পর ৮ দিনের মাথায় ১৩ জানুয়ারি নাফিসার ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে তার স্থলে তারই ব্যাচমেট তৎকালীন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) খন্দকার ইয়াসির আরেফীনকে নিয়োগ দেওয়া হয়েছিল। জানা গেছে, নাফিসা আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নাফিসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উপ-সচিবের দায়িত্ব পালন করেছেন। ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পরেও তার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায়  মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের জন্য আয়োজিত ব্রিফিংয়েও তাকে ডাকা হয়নি। অবশেষে তার নিয়োগ আদেশ বাতিল করে সরকার। পরে তাকে উপ সচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে তিনি সেখানেই দায়িত্ব পালন করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখে ৫ আগস্ট শেখ হাসিনা পদ্যত্যাগ করে দেশ ছাড়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার সেই নাফিসা আরেফিনকে পুনরায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে।
Tag :
জনপ্রিয়

এলজিইডির ভিতর বাহির ক্ষমতাধর মশিউর, কে রুখবে তাকে

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরে জেলা প্রশাসকের দায়িত্ব পেল প্রথম নারী হিসেবে নাফিসা আরেফীন

প্রকাশিত ০৩:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
১২ সেপ্টেম্বর গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নাফিসা আরেফীন দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। আজ বৃহস্পতিবার তিনি প্রথম অফিস করেছেন। নাফিসা আরেফীন ২৪তম বিসিএস এর একজন অভিজ্ঞ কর্মকর্তা। গাজীপুর জেলার ৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হলেন নাফিসা আরেফীন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। আড়াই বছর আগে একবার ডিসি পদে নিয়োগ পেয়েছিলেন প্রশাসনের দক্ষ কর্মকর্তা নাফিসা আরেফিন। তখন তাকে নীলফামারীর ডিসি নিয়োগ করা হয়। কিন্তু পরে ছাত্রজীবনে
জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলেন, এমন অভিযোগে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে দিয়েছিল। যোগ্যতা থাকা সত্বেও তিনি জেলা প্রশাসক হতে পারেননি। আড়াই বছর পর সেই নাফিসা আরেফিনকে পুনরায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এবার নীলফামারী নয়, রাজধানীর নিকটবর্তী গাজীপুরের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন। গত সোমবার ২৫ জেলার ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ২৫ জনের মধ্যে তাকে ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের ডিসি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা নাফিসা আরেফিনকে জেলা প্রশাসক নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর ২০২২ সালের ৫ জানুয়ারি নাফিসা আরেফীনকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপর নাফিসার রাজনৈতিক দর্শন নিয়ে তখন একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ঐ প্রতিবেদন প্রকাশের পর ৮ দিনের মাথায় ১৩ জানুয়ারি নাফিসার ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে তার স্থলে তারই ব্যাচমেট তৎকালীন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) খন্দকার ইয়াসির আরেফীনকে নিয়োগ দেওয়া হয়েছিল। জানা গেছে, নাফিসা আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নাফিসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উপ-সচিবের দায়িত্ব পালন করেছেন। ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পরেও তার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায়  মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের জন্য আয়োজিত ব্রিফিংয়েও তাকে ডাকা হয়নি। অবশেষে তার নিয়োগ আদেশ বাতিল করে সরকার। পরে তাকে উপ সচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে তিনি সেখানেই দায়িত্ব পালন করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখে ৫ আগস্ট শেখ হাসিনা পদ্যত্যাগ করে দেশ ছাড়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার সেই নাফিসা আরেফিনকে পুনরায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে।