গাজীপুরের কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল সন্ধায় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ অথবা ১৬ লাখ ৫৫ হাজার টাকা বলে পুলিশ সুত্রে জানাগেছে। এ নিয়ে মঙ্গলবার প্রেস ব্রিফিং করেছে কালিয়াকৈর পুলিশ ।গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া থানার রাজাপুর ভূইয়াবাড়ী এলাকার ইব্রাহিম ভূইয়ার ছেলে মানিক ভূইয়া (৩৬) ও একই থানার কৌরচনী এলাকার নজরুল ইসলামের ছেলে রবিন মিয়া (২৪)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় একটি মিনি পিকআপ নিয়ে উপজেলার সোনাতলা বাজার হয়ে পাশের গাবচালা এলাকায় গিয়ে মাদক বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। সেখান থেকে ফেরার সময় পুনরায় সোনাতলা বাজার এলাকায় পৌছলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় পিকআপটি আটক করে তল্লাসী করতে চাইলে গাড়ী থেকে নেমে একজন দৌড়ে পালিয়ে যায়। এসময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মানিক ও রবিনকে গ্রেপ্তার করে।
প্রেসব্রিফিংয়ে কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল এএসপি আফজাল হোসেন খান বলেন, সংবাদ পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী মানিক ও রবিনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫লাখ ৫৫ হাজার টাকা। এছাড়াও মাদক বহনকারী পিকআপ (ঢাকা মেট্রো-ন- ২০-৬৮০৫) উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই (নি.) রফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন
১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয়