টিটু সরকারঃ জুলাই ২০২৪ সরকারি চাকরিতে কোটা বাতিলের জন্য আন্দোলন করে ছাত্ররা। আওয়ামিলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের রাজাকারের নাতি পুতি বলেন। ফলশ্রুতিতে আরো ফুলে ফেঁপে উঠে আন্দোলন। ছাত্রছাত্রীরা মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করে, তাদের একদফা, একদাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ। পুলিশের গুলিতে নিহত ও আহত হয় অসংখ্য শিক্ষার্থী। সারা দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছাত্রদের নির্বিচারে হত্যার প্রতিবাদে রাস্তায় নামে। ৫ আগস্ট ২০২৪ অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাসহ অসংখ্য আওয়ামী নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ডঃ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে কিছু বিপ্লবী ছাত্র নেতাসহ করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিছুদিন যেতে না যেতেই আলাউদ্দিনের চেরাগ পেয়ে যায় কিছু ছাত্রনেতা। ফুলে ফেঁপে উঠতে থাকে তাদের সম্পদের পরিমাণ। নাহিদ ইসলামকে প্রধান করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়। রাজনৈতিক দল গঠনের পর থেকে নতুন এ দলের কিছু সদস্য বেপরোয়াভাবে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। কোন কোন নেতা আবার নারী কেলেঙ্কারির মতো ঘটনায় জড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করে আসছে তারই ধারাবাহিকতায় ২৯ জুলাই গাজীপুরের রাজবাড়ী মাঠে তাদের সমাবেশ হওয়ার কথা। সমাবেশে এনসিপি নেতা নাহিদ ইসলাম, সারজিশ আলম, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা শোনা যায়। কিন্তু ২৯ জুলাই ২০২৫ রাজবাড়ীর মাঠের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়। পুলিশ রাজবাড়ী মাঠের আশেপাশের রাস্তার সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সদ্য জন্মানো নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিআইপি প্রটোকলের ব্যবস্থা করে পুলিশ। রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ করায় ভোগান্তিতে পড়ে জনগণ। রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করার প্রতিবাদ করেন গাজীপুর থেকে জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র-ছাত্রীরা। পুলিশ দুপুর হতে শিববাড়ি মোড় থেকে রেলক্রসিং হয়ে রাজবাড়ী রাস্তার সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের এমন কান্ডে অবাক সুশীল সমাজ। জানা যায়, নতুন রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধন পায়নি তাদের প্রটোকল দেয়ার জন্য বাহিরে থেকে প্রায় সাত হাজার পুলিশ মোতায়েন করা হয় গাজীপুরে।
০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম