০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের আদালতে দীপু মনি-পলকসহ ৬ জন

  • প্রকাশিত ০৬:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে গাজীপুরে করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয় তাদের। বিচারক মো. ওমর হায়দার আসামিদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য দুই আসামি হলেন- এনটিএমসি প্রধান জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মজুমদার।

গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বলেন, “গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় উল্লেখিত আসামিদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। তাদের তিনটি হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বিচারক মো. ওমর হায়দার গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঠানো হয়।”

এদিকে, আজ সকাল থেকেই আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়। আসামিদের দুইটি প্রিজন ভ্যানে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পড়িয়ে পুলিশ প্রহরায় আদালতের এজলাসে তোলা হয়। আদালতের কার্যক্রম শেষে আসামিদের পুনরায় কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার পরে স্থানীয় বিএনপির সমর্থক আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বলেন, “আসামিদের মধ্যে ডাক্তার দীপু মনি, জোনায়েদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং অন্য আসামিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার হাতে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা উপহার

গাজীপুরের আদালতে দীপু মনি-পলকসহ ৬ জন

প্রকাশিত ০৬:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে গাজীপুরে করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয় তাদের। বিচারক মো. ওমর হায়দার আসামিদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য দুই আসামি হলেন- এনটিএমসি প্রধান জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মজুমদার।

গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বলেন, “গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় উল্লেখিত আসামিদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। তাদের তিনটি হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বিচারক মো. ওমর হায়দার গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঠানো হয়।”

এদিকে, আজ সকাল থেকেই আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়। আসামিদের দুইটি প্রিজন ভ্যানে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পড়িয়ে পুলিশ প্রহরায় আদালতের এজলাসে তোলা হয়। আদালতের কার্যক্রম শেষে আসামিদের পুনরায় কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার পরে স্থানীয় বিএনপির সমর্থক আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বলেন, “আসামিদের মধ্যে ডাক্তার দীপু মনি, জোনায়েদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং অন্য আসামিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”
স্বদেশ বিচিত্রা/এআর