মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় কাশেমুল উলুম নূরানী হাফিজিয়া এতিমখানা উন্নয়ন কল্পে ৭জন হেফ্জ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে (১০ম বার্ষিকী) বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ডিসেম্বর) বিকাল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত, চক মামরোজপুর (বড়ঘাট) গোরস্থান সংলগ্ন কাছেমুল উলুম নূরানী হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাছেমুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাসেম সরকারের সভাপতিত্বে ,
হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন বাবু ও মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায়,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতী আতাউল্লাহ নিজামি।দা: বা: মঈনে মুহতামিম (সহযোগী পরিচালক) জামিল মাদ্রাসা বগুড়া।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ হযরত মাওলানা ইউনুছ আলী সিদ্দিকী (নাটোর)। শিক্ষক, কৈইগাড়ি মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফ, নন্দীগ্রাম, বগুড়া।
তৃতীয় বক্তা হযরত মাওলানা মুফতি মাহমুদুল্লাহ হাসান কাসেম বিশেষ বক্তা হযরত মাওলানা আহসান হাবিব।দা: বা: ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ, গাইবান্ধা।
বিশেষ বক্তা হযরত মাওলানা আহসান হাবীব. ইমাম ও খতিব খানকা শরীফ জামে মসজিদ, গাইবান্ধা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব মোঃ নাজমুল হাসান. বিশিষ্ট ব্যবসায়ী শানে খোদা পরিবহন ও সাধারণ সম্পাদক বাইতুল আমিন জামে মসজিদ চাকমামরোজপুর, গাইবান্ধাসহ প্রমুখ।
কাশেমুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাসেম সরকার।
দোয়া পরিচালনার করেন হযরত মাওলানা মুফতী আতাউল্লাহ নিজামি।
সার্বিক তত্ত্বাবধানে- আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শরিফ. বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সাঈদ এন্ড শরিফ এন্টারপ্রাইজ, গাইবান্ধাসহ অত্র এলাকাবাসী।