গাইবান্ধায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস। জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় এ রোগ মারাত্মক আকার ধারণ করেছে। চিকিৎসা করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন পশু পালনকারী।
জানা যায় , লম্পি স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত হলে গরুর শরীরে শুরুতে জ্বর, ব্যথা ও গলা ফুলে যায়। পরে শরীরের বিভিন্ন স্থানে গোলাকার গুটি বা ফোস্কা ওঠে। পা ও শরীরের নিচের অংশ ফুলে পানি জমে এবং একপর্যায়ে ফোস্কা ফেটে গিয়ে ক্ষত তৈরি হয়। এই রোগ এক গরু থেকে অন্য গরুতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে প্রতিনিয়ত আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। অনেক গরু মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।
সদর উপজেলার দারিয়াপুরের রেজাউল বলেন, ‘আমার গরুর হঠাৎ জ্বর আসে। তারপর গলায় ফোস্কা উঠে। ওষুধ দিলেও কোনো লাভ হচ্ছে না।’ একই ইউনিয়নের আমিরুল ইসলাম বলেন, ওষুধ খাওয়ালেও একটি গরু থেকে আরেকটিতে ছড়িয়ে পড়ছে রোগটি।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ৫০টি গরু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে স্থানীয় খামারিদের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘খামারিদের বলা হয়েছে আক্রান্ত গরু আলাদা রাখতে, বাসস্থান পরিষ্কার রাখতে এবং নিয়মিত টিকা দিতে।’
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘খামারিদের বলা হয়েছে আক্রান্ত গরু আলাদা রাখতে, বাসস্থান পরিষ্কার রাখতে এবং নিয়মিত টিকা দিতে।’
১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন :
গাইবান্ধায় গরুর লাম্পি স্কিন ভাইরাস ছড়িয়ে পড়েছি
Tag :
জনপ্রিয়