সোনিয়া আক্তার, পিতা মৃত হাজী মোঃ সিদ্দিক, মাতা নাজমা বেগম,স্বামী মৃত আলমগীর হোসেন। বেলজিয়াম প্রবাসী নারী রেমিট্যান্স যোদ্ধা, পিতা মাতা এবং স্বামী হারা, তিন কন্যা সহ বেলজিয়ামে বসবাস করেন প্রায় দুই জুগের অধিক সময় ধরে।
স্বামী আলমগীর জীবিত থাকা অবস্থায়, মজিদ টেক্সটাইল মিলস লিমিটেড ১০৬ বঙ্গবন্ধু এভিনিউ, উকিল পাড়া, নারায়ণগঞ্জ সদর, কর্তৃপক্ষের নিকট থেকে, বিগত ২০০২ ইংরেজি সনে ১৪৪ পুরাতন ১১০ নতুন বঙ্গবন্ধু সড়ক নারায়ণগঞ্জে অবস্থিত, সুরেশ প্লাজার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তলার তিনটি ফ্লোরের পজিশন ক্রয় করেন, যা ১৫/১১/১৯৯৫ সালে মজিদ টেক্সটাইল মিলস লিমিটেড কর্তৃপক্ষ, সুভাষ চন্দ্র সাহা, নিবাস চন্দ্র সাহা, খোকন চন্দ্র সাহা ও পিন্টু সাহার নিকট থেকে পজিশন ক্রয় করেছিলেন।
পঞ্চম তলার ফ্লোরটি মরহুম আলমগীর হোসেন, তার শাশুড়ি, নাজমা বেগমকে উপহার হিসেবে দেন, নাজমা বেগম মৃত্যু বরণ করার পর, পঞ্চম তলার ফ্লোর টি সোনিয়া আক্তারের বড় ভাই,ফ্যাসিস্ট সরকারের সহযোগী, মাহবুবুর রহমান ইসমাইল, খোকন চন্দ্র শাহার যোগ সাজসে বেলজিয়ামে থাকা সোনিয়া আক্তার, গ্রিসে থাকা মোঃ সেলিম, সৌদি আরবের জেদ্দায় থাকা মোঃ হাবিবুর রহমানের সই জাল জালিয়াতি করে টিটু নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।
বিগত ১৩/৯/২০২২ তারিখে আলমগীর হোসেন মৃত্যুবরণ করার পর থেকে, তৃতীয় তলার ভাড়াটিয়া পলি ডায়াগনস্টিক এর মালিক, মোঃ শরীফ হোসেন, চতুর্থ তলার ভাড়াটিয়া, হট জিমের মালিক, নাসির উদ্দিন শুভ, উভয়ে ভাড়া দিতে তালবাহানা করে।
সর্বশেষ প্রায় দশ মাস যাবত উনারা ভাড়া দেন না, ইতিমধ্যে ওনাদের সাথে ভাড়াটিয়া চুক্তির মেয়াদও শেষ হয়েছে, উনারা নতুন করে চুক্তি করছেনা ভাড়াও দিচ্ছে না, অথচ পজিশন ক্রয় সূত্রে চুক্তি অনুযায়ী জমিদারি ভাড়া প্রদান করে আসছে। বিগত দুমাস ধরে তারা সরাসরি জমিদারি ভাড়া নিচ্ছে না ।
০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
খোকন চন্দ্র সাহা মাহাবুব উদ্দিন ইসমাইলের ভয়ে বেলজিয়াম প্রবাসী সোনিয়া
Tag :
জনপ্রিয়