খুলনা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, কুয়েট ক্যাম্পাস, খুলনায় ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান (অভিভাবক সদস্য) অত্র বিদ্যালয় ও বিভাগীয় প্রধান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা। আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক- কর্মচারিদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় । এছাড়াও খুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়, এখানে দশম শ্রেণির শিক্ষার্থী শেখ তামিম, নাঈম তালুকদার ও মইনউদ্দীন চিশতীর আবিস্কৃত গ্যাস লিকেজ হলে সংকেত সরবরাহ ডিভাইজটি প্রথম স্থান অর্জ ন করে । বিকাল ৩ ঘটিকায় সকল ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, ভাইস- চ্যান্সেলর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক জনাব আয়েশা সিদ্দিকা। সভায় প্রধান অতিথী তার বক্তব্যে ক্রীড়ার সাথে সম্পৃক্ত থেকে লেখাপড়ায় মনোনিবেশ করে দেশ গড়ায় আত্বনিয়োগের জন্য শিক্ষার্থীদের আহব্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি জনাব রুমানাই ইয়াসমিন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, সব শেষে সভাপতির সমাপ্তিসূচক বক্তব্যের মধ্য দিয়ে জনাব আয়েশা সিদ্দিকা সকল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করেন।
০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম