খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই সকলের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে সবার হৃদয়ে স্থান করে নেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমকে সর্বদা উৎসাহ ও সাধুবাদ জানিয়েছেন। তাঁর হঠাৎ খুলনা থেকে বদলির ঘোষণায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা ও কষ্ট নেমে আসে।৩১ আগস্ট ২০২৫ রবিবার সকালে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের নামটি আধুনিক ক্যালিগ্রাফির মাধ্যমে পাখির রূপে রূপান্তরিত করে একটি চিত্রকর্ম উপহার দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এটি শিল্পচর্চার এক নতুন ধারা হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এ সময় এখানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিকুর রহমান মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সি ইউ সির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এবং খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাস।উপহার প্রদানকালে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন“স্যার, অতিথি পাখিরা যেমন করে ক্ষণিকের জন্য মানব কুলে এসে শান্তি বিরাজ করে, তেমনি আপনিও অতিথি পাখির মতো আমাদের মাঝে এসে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেছিলেন। আপনার বিদায়ে আমরা ব্যথিত হলেও নতুন দায়িত্বস্থলে আপনার সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করি।
১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম