অধ্যাপক এ বি এম আদেল মুকুল, খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি
খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুলনা কলেজের ত্রিশ বছর পূর্তির আয়োজন আগামী ১২ ডিসেম্বর বর্ণাঢ্য ভাবে পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, নবীন বরণ, প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলন, রেগডে ( ২০২৫ ব্যাচ) ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা মহানগর সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, অধ্যাপক শেখ আবুল কালাম আজাদ ও ডঃ মোঃ রফিকুল হক বাবলু।
উদযাপন কমিটির আহবায়ক এ্যাড. শেখ নুরুল হাসান রুবা ও সদস্য সচিব অধ্যাপক মোঃ আবুল বাশার জানিয়েছেন কলেজের ত্রিশ বছর পূর্তি উদযাপন করার লক্ষ্যে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আগামী ১২ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে।