০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত

  • প্রকাশিত ০৯:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। পদবঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে কমিটি গঠনের ২০ দিনের মাথায় এ কমিটি স্থগিত করা হলো। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিটি স্থগিত করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পদবঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

দলীয় সূত্র জানায়, গত ১৫ মে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই কাঙ্ক্ষিত পদ না পেয়ে দলের বড় একটি অংশ আন্দোলন শুরু করেন। এ আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

কমিটি ঘোষণার দিন রাতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা কুমিল্লা নগরীর কান্দিপাড়ের পূবালী চত্বরে অবরোধ সৃষ্টি করেন। গত ১৭ মে ঘোষিত কমিটি বাতিল চেয়ে কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির পার্টি অফিসের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় পদবঞ্চিতরা। আগুনে দলীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত

প্রকাশিত ০৯:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। পদবঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে কমিটি গঠনের ২০ দিনের মাথায় এ কমিটি স্থগিত করা হলো। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিটি স্থগিত করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পদবঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

দলীয় সূত্র জানায়, গত ১৫ মে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই কাঙ্ক্ষিত পদ না পেয়ে দলের বড় একটি অংশ আন্দোলন শুরু করেন। এ আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

কমিটি ঘোষণার দিন রাতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা কুমিল্লা নগরীর কান্দিপাড়ের পূবালী চত্বরে অবরোধ সৃষ্টি করেন। গত ১৭ মে ঘোষিত কমিটি বাতিল চেয়ে কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির পার্টি অফিসের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় পদবঞ্চিতরা। আগুনে দলীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়।