মোঃ ইউসুফ— কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট আবু তাহেরের বিরুদ্ধে ২০২২-২০২৩ সেশনে আড়াই কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
এদিকে সেক্রেটারি আবু তাহেরের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে গত রোববার দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারণ আইনজীবীরা। পরে বিক্ষুব্ধ আইনজীবীরা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তার কক্ষে তালা মেরে দেয়।
গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর কুমিল্লা বারে এ নিয়ে তোলপাড় চলছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা আইনজীবী সমিতির সভাপতির নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
জানা যায়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক কর্তৃক প্রদত্ত হিসাবে গড়মিল পরিলক্ষিত হওয়াতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদসহ বারের ৫ শতাধিক আইনজীবীর উদ্যোগে গত বছরের ১২ই জুন পুনরায় তদন্তের জন্য দাবি জানানো হয়। পরবর্তীতে ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির ২৩শে জুন জরুরি সভায় জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌসকে সদস্য সচিব করে ১৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এ কমিটি দীর্ঘ তদন্ত শেষে গত ২১শে মার্চ তদন্ত প্রতিবেদন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহসানউল্লাহ খন্দকারের নিকট জমা দেন। এ তদন্ত প্রতিবেদনে ৪০ খাতে সাবেক সেক্রেটারি এডভোকেট আবু তাহেরের দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে। এর মধ্যে শুধু মাত্র বারের আয়ের নানাবিধ খাত থেকে ১ কোটি ৫৮ লাখ ২ হাজার ২৪৮ টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়। এ ছাড়া বারের এক বছরের ব্যয়ের সকল খাত থেকে আরও ১ কোটি টাকার তহবিল তসরুফ করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
১৫ পৃষ্ঠার এ প্রতিবেদনে তদন্ত কমিটির ১৫ সদস্যের মধ্যে আহ্বায়ক ও সদস্যসচিব সহ ১৩ জনের স্বাক্ষর রয়েছে।