নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকার নারায়নপুর জামে মসজিদের সামনে পারিবারিক কবরস্থান করার উদ্দেশ্যে দাউদুল ইসলাম নামে এক ব্যক্তি দুই শতক জায়গা ক্রয় করার পর মসজিদ কমিটির সাথে মনমালিন্য সৃষ্টি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার গুনবতী ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম রেল লাইনের দু পাশে অবস্থিত নারায়নপুর গ্রামের জামে মসজিদের সামনে পারিবারিক কবরস্থান করার উদ্দেশ্যে দাউদুল ইসলাম ২০১৪ সনে একই গ্রামের পেয়ার আহাম্মদ থেকে ১৪৬ নং বিএস খতিয়ানের ৭৫ দাগের ২ শতক জায়গা খরিদ করে। দাউদুল ইসলাম তার ক্রয়কৃত দুই শতক জায়গা ২০২১ সনে খারিজ খতিয়ান সৃজন করে এবং জায়গাটি ভরাট করার পর গ্রামবাসীরা জানতে পারে মসজিদের সামনের জায়গাটি বিক্রি হয়ে গেছে। এ বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি মাওলানা আবদুল মজিদের নেতৃত্বে গ্রামবাসীরা দাউদুল ইসলামের সাথে মসজিদের সামনের জায়গা নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে দুই শতক জায়গার পরিবর্তে দাউদুল ইসলাম কে পারিবারিক কবরস্থানের জন্য মসজিদের পাশে ৪/৫ শতক জায়গা তারা কিনে দিবে। এতে দাউদুল ইসলাম কোন রকম সম্মতি না দিয়ে আলোচনার স্হান থেকে উঠে যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাউদুল ইসলামের ক্রয়কৃত দুই শতক জায়গা মসজিদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। মসজিদের সামনে জায়গা অনেক কম থাকায় একজন মৃত ব্যক্তির জায়নামাজ ও মসজিদের বাৎসরিক মাহফিল
অনুষ্ঠিত করা সম্ভব হচ্ছেনা। এ ছাড়াও মসজিদের টয়লেটে আসা যাওয়া করতে হলে ওই দুই শতক জায়গার উপর দিয়ে চলাচল করতে হয়। এ কারনে গ্রামবাসী ও মসজিদ কমিটির লোকজন বার বার দাউদুল ইসলামের নিকট ধরনা দিচ্ছে। গ্রামের বয়োবৃদ্ধ হাজী আবু তাহের, মসজিদের ঈমাম মাওলানা জাকারিয়া, মাষ্টার সফিকুর রহমান ও কলিম উল্লার নিকট সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন,কাউকে না জানিয়ে অতি গোপনীয়তা অবলম্বন করে মসজিদের সামনের দুই শতক জায়গা দাউদুল ইসলাম খরিদ করেছে। এতে মসজিদ এবং গ্রামবাসীর ভবিষ্যৎ জিবন ক্ষতির সম্মুখীন করে ফেলছে। এ ছাড়াও সে এই গ্রামের স্হায়ী বাসিন্দা নয়। পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার সাত বাড়িয়া গ্রাম থেকে এসে এখানে বাড়ি নির্মাণ করেছে। জোর পুর্বক গ্রামীন চলাচলের রাস্তার উপর তার বাড়ির সাইড ওয়াল নির্মাণ করে রাস্তাটি সরু করে ফেলেছে। এসব বিষয়ে তাকে গ্রামবাসীরা প্রশ্ন করলে সে তাদেরকে উল্টো জামায়াতের তোকমা লাগিয়ে হেনস্হা করার চেষ্টা করছে। এ ছাড়াও দাউদুল ইসলামের বিরুদ্ধে এন্তার অভিযোগ রয়েছে।
০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কুমিল্লায় মসজিদের সামনের দুই শতক জায়গা ক্রয় করে গ্রামবাসীর ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভবনা
Tag :
জনপ্রিয়