সদর দক্ষিণ উপজেলায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া আক্তার উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহণের একটি বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে ।
ওসি বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা:
কুমিল্লায় বাসচাপায় এক নারীর মৃত্যু
Tag :
জনপ্রিয়