১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান ক্লোজড

  • প্রকাশিত ০৯:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

 

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি : সাইফুল হাসান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানকে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে তাকে ক্লোজড করা হয় বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, নিরীহ মানুষকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে ওসি শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এছাড়াও, এক ইউপি সদস্যের কাছ থেকে এসি ঘুষ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই তদন্তের স্বার্থে ওসি শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “তার (ওসি শফিউদ্দিন খান) বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

Tag :
জনপ্রিয়

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা’র চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন

কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান ক্লোজড

প্রকাশিত ০৯:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি : সাইফুল হাসান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানকে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে তাকে ক্লোজড করা হয় বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, নিরীহ মানুষকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে ওসি শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এছাড়াও, এক ইউপি সদস্যের কাছ থেকে এসি ঘুষ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই তদন্তের স্বার্থে ওসি শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “তার (ওসি শফিউদ্দিন খান) বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”