১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
মানছুরা আক্তার গাজীপুর জেলা প্রতিনিধি:

কালীগঞ্জে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলা

  • প্রকাশিত ০১:২২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০ বার দেখা হয়েছে

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর কলেজ রোড়ের গুদারাঘাট সংলগ্ন এলাকায় কালীগঞ্জ থানা প্রেস ক্লাবেন সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল মামুন এর ওপর একদল সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামলা চালায়। হঠাৎ এই হামলায় তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে মাহমুদুল হাসান ও ফাহিম এর নেতৃত্বে ৭/৮ জন ঘটনাস্থলে এসে মোটর সাইকেলের গতিরোধ করে সাংবাদিক মামুনকে লক্ষ্য করে রেন্স ও রড দিয়ো এলোপাথাড়ি ভাবে আঘাত করে, তার সাথে থাকা মটরবাইক্ ও সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়।

ঘটনার পরপরই গাজীপুর ও কালীগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত সাংবাদিক মামুনকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে চিকিৎসা চলছে।
সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায়
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, সাংবাদিকের উপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
এদিকে গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড,রিপন আনসারি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ গাজীপুরে জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতালে এসে মামুনের শারিরিক অবস্থা দেখেন।
কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ সকল সদস্য, কালীগঞ্জ টেলিভিশন ক্লাব সভাপতি, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সমাজসহ স্থানীয় জনগণ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আলাউদ্দিন জানান, পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

সাংবাদিক সংগঠনগুলো বলছে, সাংবাদিকদের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে।
কালিগঞ্জ উপজেলা জনতার দলের আহ্বায়ক ও সদস্য সচিব ‌এর পক্ষ থেকে জাকারিয়া আল মামুনের উপরে জামালপুর ইউনিয়ন এর মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় , তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান

জামায়তে ইসলামির সাবেক আমির মাহমুদুল হাসান ঘটনাটি সুনে যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আটক করতে অনুরোধ জানান।

Tag :
জনপ্রিয়

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে

মানছুরা আক্তার গাজীপুর জেলা প্রতিনিধি:

কালীগঞ্জে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলা

প্রকাশিত ০১:২২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর কলেজ রোড়ের গুদারাঘাট সংলগ্ন এলাকায় কালীগঞ্জ থানা প্রেস ক্লাবেন সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল মামুন এর ওপর একদল সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামলা চালায়। হঠাৎ এই হামলায় তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে মাহমুদুল হাসান ও ফাহিম এর নেতৃত্বে ৭/৮ জন ঘটনাস্থলে এসে মোটর সাইকেলের গতিরোধ করে সাংবাদিক মামুনকে লক্ষ্য করে রেন্স ও রড দিয়ো এলোপাথাড়ি ভাবে আঘাত করে, তার সাথে থাকা মটরবাইক্ ও সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়।

ঘটনার পরপরই গাজীপুর ও কালীগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত সাংবাদিক মামুনকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে চিকিৎসা চলছে।
সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায়
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, সাংবাদিকের উপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
এদিকে গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড,রিপন আনসারি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ গাজীপুরে জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতালে এসে মামুনের শারিরিক অবস্থা দেখেন।
কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ সকল সদস্য, কালীগঞ্জ টেলিভিশন ক্লাব সভাপতি, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সমাজসহ স্থানীয় জনগণ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আলাউদ্দিন জানান, পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

সাংবাদিক সংগঠনগুলো বলছে, সাংবাদিকদের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে।
কালিগঞ্জ উপজেলা জনতার দলের আহ্বায়ক ও সদস্য সচিব ‌এর পক্ষ থেকে জাকারিয়া আল মামুনের উপরে জামালপুর ইউনিয়ন এর মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় , তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান

জামায়তে ইসলামির সাবেক আমির মাহমুদুল হাসান ঘটনাটি সুনে যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আটক করতে অনুরোধ জানান।