০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি, মিরসরাই, চট্টগ্রাম

কাভার্ডভ্যানের চাকায় স্পৃষ্ট হয়ে ব্যবসায়ী প্রদীপ দে মৃত্যু

  • প্রকাশিত ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাকায় স্পৃষ্ট হয়ে প্রদীপ কুমার দে (৬৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত প্রদীপ কুমার দে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত শ্যামা প্রসাদ দের ছেলে। সোমবার ভোর সাড়ে ছয়টায় উপজেলার বারিয়ারহাট পৌর বাজারে পথচারী সেতুর দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমারের ভাতিজা রাজীব দে বলেন, বার‌ইয়ারহাট পৌর বাজারে আমার কাকার চা পাতার পাইকারি ব্যবসা ছিল। সোমবার সকালে ব্যবসায়িক কাজে তিনি চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। ভোরে পৌর বাজারের পদচারী সেতুর দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনা স্থলেই উনি নিহত হন। সোমবার বিকেল পাঁচটায় পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, সোমবার ভোর সাড়ে ছয়টায় বার‌ই ঢলয়ারহাট পৌর বাজারের পদচারী সেতুর দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি আমরা। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে। ব্যবসায়ী প্রদীপ কুমার দে কে চাপা দেয়া কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে নিয়েছি আমরা। তবে দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

প্রতিনিধি, মিরসরাই, চট্টগ্রাম

কাভার্ডভ্যানের চাকায় স্পৃষ্ট হয়ে ব্যবসায়ী প্রদীপ দে মৃত্যু

প্রকাশিত ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাকায় স্পৃষ্ট হয়ে প্রদীপ কুমার দে (৬৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত প্রদীপ কুমার দে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত শ্যামা প্রসাদ দের ছেলে। সোমবার ভোর সাড়ে ছয়টায় উপজেলার বারিয়ারহাট পৌর বাজারে পথচারী সেতুর দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমারের ভাতিজা রাজীব দে বলেন, বার‌ইয়ারহাট পৌর বাজারে আমার কাকার চা পাতার পাইকারি ব্যবসা ছিল। সোমবার সকালে ব্যবসায়িক কাজে তিনি চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। ভোরে পৌর বাজারের পদচারী সেতুর দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনা স্থলেই উনি নিহত হন। সোমবার বিকেল পাঁচটায় পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, সোমবার ভোর সাড়ে ছয়টায় বার‌ই ঢলয়ারহাট পৌর বাজারের পদচারী সেতুর দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি আমরা। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে। ব্যবসায়ী প্রদীপ কুমার দে কে চাপা দেয়া কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে নিয়েছি আমরা। তবে দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে।