চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০মে মঙ্গলবার দুপুর ১২টায় অংশীজনের সভা কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) শারমিন জাহান বলেন, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তাই জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে। তথ্য জানার অধিকার নিশ্চিত হলে জনগণের চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হবে। জণগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন – ২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, হেডম্যান, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় তথ্য অধিকার আইন নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস। এই সময় সভার সমাপনী পর্বে বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ আলম ও কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ প্রবীর খেয়াং,হেডম্যান থোয়াই অং মারমা প্রমুখ।
০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম