১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
কালচারাল করেসপন্ডেন্ট:

কানাডার টরোন্টো’য় Taste of Bangladesh -অনুষ্ঠান আবৃত্তি’তে মাতালেন মুনিরা মিলি

  • প্রকাশিত ০২:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

কানাডার টরোন্টোয় ৩০ ও ৩১শে আগষ্ট দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হলো Taste of Bangladesh বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এতে গান, নাচ ও আবৃত্তির পরিবেশনা ছিলো। সমবেত হাজার হাজার বাংলাদেশীরা দেশীয় সংস্কৃতির স্বাদ আস্বাদন করেছেন এ মিলনমেলা থেকে৷ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন টরোন্টোর আবৃত্তি অঙ্গনের উজ্জল মুখ ‘আলোকধারায় মিলি’র সভাপতি মুনিরা সুলতানা মিলি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গীতগ্রন্থের “নম নম নমো বাংলাদেশ নমো” কবিতাটি আবৃত্তি করেন।তাঁর মনোরম আবৃত্তি প্রবাসী বাংলাদেশীগনকে দেশের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। মুনিরা মিলি তাঁর কন্ঠে উচ্চারিত নজরুলের কবিতার দূরবীন দিয়ে বারো হাজার কিলোমিটার দূর থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দেখিয়েছেন। তখন পুরো সমাবেশে সৃষ্টি হয়েছিলো এক আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী বালাম ও মম।
প্রাদেশিক এমপি সালমা জাহিদ, স্থানীয় সিটি কাউন্সিলর কান্ডালা ও লিবারেল পার্টি অব কানাডা অন্টারিওর জেনারেল সেক্রেটারীসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগন এতে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

লক্ষ টাকার চেকটা

কালচারাল করেসপন্ডেন্ট:

কানাডার টরোন্টো’য় Taste of Bangladesh -অনুষ্ঠান আবৃত্তি’তে মাতালেন মুনিরা মিলি

প্রকাশিত ০২:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

কানাডার টরোন্টোয় ৩০ ও ৩১শে আগষ্ট দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হলো Taste of Bangladesh বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এতে গান, নাচ ও আবৃত্তির পরিবেশনা ছিলো। সমবেত হাজার হাজার বাংলাদেশীরা দেশীয় সংস্কৃতির স্বাদ আস্বাদন করেছেন এ মিলনমেলা থেকে৷ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন টরোন্টোর আবৃত্তি অঙ্গনের উজ্জল মুখ ‘আলোকধারায় মিলি’র সভাপতি মুনিরা সুলতানা মিলি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গীতগ্রন্থের “নম নম নমো বাংলাদেশ নমো” কবিতাটি আবৃত্তি করেন।তাঁর মনোরম আবৃত্তি প্রবাসী বাংলাদেশীগনকে দেশের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। মুনিরা মিলি তাঁর কন্ঠে উচ্চারিত নজরুলের কবিতার দূরবীন দিয়ে বারো হাজার কিলোমিটার দূর থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দেখিয়েছেন। তখন পুরো সমাবেশে সৃষ্টি হয়েছিলো এক আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী বালাম ও মম।
প্রাদেশিক এমপি সালমা জাহিদ, স্থানীয় সিটি কাউন্সিলর কান্ডালা ও লিবারেল পার্টি অব কানাডা অন্টারিওর জেনারেল সেক্রেটারীসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগন এতে উপস্থিত ছিলেন।