বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়দের অংশ গ্রহণে রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ফুটবল ম্যাচ।
শনিবার বিকেলে শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদ সৌজন্যে এবং কাউনিয়া ফুটবল একাডেমির বাস্তবায়নে অনুষ্ঠিত প্রদর্শনী ফুটবল ম্যাচে সোনালি অতীত ঢাকা ক্লাবের মুখোমুখি হয় ভেটারেন্স ফুটবল ক্লাব কাউনিয়া। নির্ধারিত সময়ে কোন গোল না হলেও ট্রাইবেকারে ৪-১ গোলে সোনালি অতীত ক্লাব ঢাকাকে হারিয়ে ভেটারেন্স ফুটবল ক্লাব কাউনিয়া চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত সচিব (অব) মো: জাকির হোসেন, বিশেষ অতিথি কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সুলেয়মান খান সাবু, জাফর নুরে সাদ্দাত বাবলু সিনিয়র সহসভাপতি সোনালি অতীত ঢাকা, মোসাব্বের হোসেন সভাপতি সোনালি অতীত ক্লাব ঢাকা প্রমূখ। সন্ধ্যায় গাজীরহাট মিলন সংঘ সোনালি অতীত ক্লাব ঢাকা’র খেলোয়াড়দের সম্মানার্থে মিলন সংঘের সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। রাত আটটায় সূর্যমুখী বাড়িতে শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব) মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সোনালি অতীত ক্লাব ঢাকা সভাপতি মোসাব্বের হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল গাফ্ফার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম এহসান আরিফ হিরো, সামছজ্জামান ইউসুফ, সুলতান আহম্মেদ, তাজুল ইসলাম, রাকিবুজ্জামান রাকিব,কাউনিয়া রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকারী মায়িশা সারাহ জামান এর কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।