রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল ১১টায় কলেজ হল রুমে অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আজমের সভাপতিত্বে ওরিয়েনন্টশন ক্লাসে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপধাক্ষ্য এ,কে, এম জুনায়েদ হোসেন, সহকারি অধ্যাপক আব্দুল জলিল, আবু আশেক সিদ্দিক পরাগ,ডাঃ জালাল উদ্দিন মোল্লা, ডক্টর ডেবিট বসুনিয়া, শাহ রায়হান, প্রকাশ চন্দ্র , মোসাব্বিরা খানম, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মহসিন হীরা, শিক্ষক প্রতিনিধি আবু আহসান সিদ্দিক পল্লব, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, প্রভাষক মোসাব্বের হোসেন,যুবদল নেতা রাসেদুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হেমায়েতুল ইসলাম প্রত্যাশা প্রমুখ। অন্যদিকে কাউনিয়া মহিলা কলেজেও ওরিয়েন্টেশন ক্লাসের উদ্ধোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মোস্তাক আহম্মেদ, হুমায়ুন কবির তারা প্রমুখ।