ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউনিয়নে করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির আহমেদ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাফেজ উদ্দিন পাটোয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক।
মো. এনামুল হক বলেন, এ সংবর্ধনায় প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী, সুশীল সমাজ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মীর বদরুদ্দোজা, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন সহসম্পাদক মীর কাশেম, উপদেষ্টা রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি আলিম উল্যাহ্, অভিভাবক সদস্য মো. শাহজাহান, এক্স স্টুডেন্ট নিজাম উদ্দিন মেম্বার, মোস্তফা লিটন, ওয়াইজুল্লাহ বসর, মোমিন মেম্বার, নুর ইসলাম, একরামুল হক, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ভুট্রো, এমদাদ রেদোয়ান, আলাউদ্দিন পাটোয়ারী, কাজী শরীফ, সাউথ কুহুমা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি আজিজুল ইসলাম আজমীর প্রমুখ।