জাহিদুল হায়দার জাহিদ কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ বাজার স্বপ্নচূড়া পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দ বাজার (আন্দারঘর) দক্ষিণ পূর্ব চর জাঙ্গালিয়া (গনিপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কমলনগর ভিশন চক্ষু সেন্টারের সার্বিকভাবে সহায়তায় পাঠাগারের ৩০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান, ১০০ রোগীকে ডাক্তারি চিকিৎসাপত্র অনুযায়ী চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখ পরীক্ষার মাধ্যমে ৫ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে৷ বিনামূল্যের চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ ও অসহায় ব্যক্তিরা।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর (বিএনএসবি) চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আরিফ হাসান, ডা. আবু সায়েদ ছিদ্দিক রায়হান ও ডা. আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আকরাম হোসেন, পাঠাগারে সভাপতি মো: জোবায়েদ, সদস্য মো: রবিন হুসাইন সহ আনন্দ বাজার (আন্দারঘর) স্বপ্ন চূড়া পাঠাগারের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।